গত ১৩ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে পিএমএস রাজশাহী এর উদ্যোগে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল এনিমেটরদের গঠন প্রশিক্ষণ সেমিনার। “শিশুদের ভালবাসা যথেষ্ট নয় কিন্তু তারা যেন অনুভব করে মণ্ডলী তাদের ভালবাসে” এই মূলভাবকে কেন্দ্র করে এনিমেটরদের শিক্ষা ও সহভাগিতা করা হয়। অনুষ্ঠানের কর্মসূচীতে ছিল এনিমেটরদের পরিচয় পর্ব ও রিপোর্ট পেশ, কার্যকর শিশুমঙ্গল পরিচালনা পদ্ধতি, শিশুমঙ্গল পরিচালনায় সৃজনশীলতা ও বাস্তবায়ন, আর্দশ পরিবার: আর্দশ শিশু ও এনিমেটরদের ভূমিকা এছাড়া খেলাধুলার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সেমিনারে বিষয়বস্তুর উপর সহভাগিতা করেন ফাদার দিলীপ এস কস্তা ও সিস্টার রেবেকা রিুবেরু, সিআইসি পিএমএস, ঢাকা এবং সিস্টার বীণা রোজারিও, সিআইসি। সেমিনারের আহ্বায়ক ফাদার লিটন কস্তা ও সহযোগিতায় ছিলেন ফাদার শৈবাল রোজারিও। সেমিনারটি অতি জাঁকজমক ও আনন্দ মন নিয়ে সকলে অংশগ্রহণ করে তা এনিমেটরগণ প্রকাশ করে। এতে উপস্থিত সংখ্যা ছিল ৫৩ জন।
খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল এনিমেটরদের গঠন প্রশিক্ষণ সেমিনার
Please follow and like us: