গত ২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে বিকালে ডিকন প্লাবন মানুয়েল রোজারিও’র মঙ্গল কামনা করে আশির্বাদের অনুষ্ঠান পবিত্র ঘন্টা করা হয়। এই আশির্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল, ফাদার-সিস্টারগণ ও ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ।
৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ডিকন প্লাবন মানুয়েল রোজারিও’কে যাজকপদে অভিষিক্ত করা হয়। অভিষেক অনুষ্ঠানের পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ও তাঁর সহার্পিত খ্রিস্টযাগে ছিলেন ফাদার অজিত ভিক্টর কস্তা, ওএমআই, ডেলিগেশন সুপিরিওর অবলেট সম্প্রদায়, ফাদার ফাবিয়ান মারান্ডী, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ, ফাদার সুশান্ত ডি কস্তা, পাল-পুরোহিত বোর্ণী ধর্মপল্লী, পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত মোট ৫৮ ফাদারগণ, ৩০ জন সিস্টারগণ, ০১ জন ব্রাদার এবং রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক মিঃ ডেভিড হেম্ব্রম ও বোর্ণী এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় ২০০০ খ্রিস্টভক্তগণ।
খ্রিস্টযাগের শুরুতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ মহোদয় বলেন- আমি খুব খুশি এই জন্য যে মণ্ডলিতে আজ আমরা একজন নতুন পুরোহিতকে পাচ্ছি। আমি গতকালকের মঙ্গলানুষ্ঠানে বলেছিলাম যে, আমাদের ধর্মপ্রদেশ থেকে অনেকজনই পুরোহিত বা যাজকপদে অভিষিক্ত হয়, আর আমরা আনন্দও করি কিন্তু তাদের মধ্যে অনেকে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত বলে অন্যত্র কাজ করতে যান। তাই, তাদেরকে আমাদেরকে অন্যত্র মিশনারি হিসেবে উৎসর্গ করতে হয়। আর সেজন্য আমি বলি, যে আমার আনন্দ অর্ধেক। তবে নব অভিষিক্ত ফাদার প্লাবন একজন মিশনারি হিসেবে যাজকীয় জীবনের প্রথম সেবাকাজ রাজশাহী ডায়োসিসের কাটাডাঙ্গা ধর্মপল্লীতে শুরু করবেন। তিনি আরো বলেন, আজ আমি অবলেট সম্প্রদায়ের ফাদারদেরকে, বিশেষভাবে ফাদার অজিতের মাধ্যমে সকল অবলেট ফাদারদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কেননা, তারা আমাদের ধর্মপ্রদেশ থেকে আহ্বান সংগ্রহ করছেন এবং তাদেরকে যাজকপদে অভিষিক্ত করার জন্য প্রস্তুত করছেন বলেই তারা আজ যাজকপদে অভিষিক্ত হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং করবেন। সেজন্য তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। কেননা, তারা আমাদের ধর্মপ্রদেশ থেকেই ফাদার-সিস্টার হয়ে বাংলাদেশ মণ্ডলিতে এবং বিশ্বের অন্যান্য দেশে মিশনারি হিসেবে কাজ করছেন। তাদের এই মিশনারি কাজের মধ্যদিয়ে রাজশাহী ডায়োসিস যে মিশনারি প্রেরণ করছে সেই বিষয়টা আরো সুন্দর ফুটে উঠছে। আবার কয়েকজন অন্য ধর্মপ্রদেশ ও অন্য দেশ থেকে এসেও আমাদের ধর্মপ্রদেশে মিশনারি সেবা কাজ করে যাচ্ছেন তাদেরকেও অভিনন্দন জানাই।
অবলেট সম্প্রদায়ের ফাদার অজিত ভিক্টর কস্তা বলেন- সকল প্রশংসা ও গৌরব পরম করুণাময় পিতার নিকট নিবেদন করছি। কেননা, তিনি তার অসীম প্রেমময়তায় ফাদার প্লাবন রোজারিও’কে যিশুর দ্রাক্ষাক্ষেত্রে সেবাদান করার জন্যে মিশনারি শ্রমিক হিসেবে নিযুক্ত করেছেন। বোর্ণী ধর্মপল্লী থেকে ফাদার প্লাবন হলেন ৩য় অবলেট ফাদার। পূর্বে এ ধর্মপল্লী থেকে ফাদার সুধীর ও ফাদার ডমিনিক রোজারিও’কে অবলেট পরিবারে আপনারা দান করেছেন। তাই, আমরা অবলেট পরিবার ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও’কে; যিনি আজ ডিকন প্লাবনকে পবিত্র যাজকবরণ সাক্রামেন্ত প্রদান করে এবং তার হস্ত পবিত্র করণের মধ্যদিয়ে এই যাজকপদে অভিষিক্ত করেছেন। আজকের এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশপ মহোদয় অনেক আশির্বাদ রেখেছেন ফাদার প্লাবনের মধ্যদিয়ে আমাদের সবাইকে। একজন বিশপ হিসেবে তিনি মা মারীয়ার অন্তর নিয়ে তার অন্তরের গভীর গভীরতায় যে অভিব্যক্তি, যে প্রার্থনা এবং যে অনুরোধ পিতা-মাতাদের কাছে আজ রেখেছেন আমরা সবাই যদি সেই মতো আমাদের নিজ নিজ সন্তানদেরকে নিবেদিত জীবনে উৎসর্গ করি তাহলে আমার মনে হয় আমরা সকলেই ঈশ্বরের সেই আশির্বাদ লাভ করব। তাই, সবশেষে ফাদার প্লাবনের পিতা-মাতা ও পরিবারের সবাইকে তাদের প্রিয় সন্তানকে মিশনারি অবলেট পরিবারে দান করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।
পালকীয় পরিষদের সহ-সভাপতি মিঃ সুশীল রোজারিও তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন- আজ বোর্ণী ধর্মপল্লীর জন্য একটি অতি আনন্দের দিন, গর্বের দিন। কেননা, আজ বোর্ণী মায়ের সুযোগ্য সন্তান ডিকন প্লাবন মানুয়েল রোজারিও’কে নতুন যাজক হিসেবে অভিষিক্ত করেছেন। তাই, পরম করুণাময় পিতা ঈশ্বরকে, পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে, নব অভিষিক্ত যাজক মানুয়েল রোজারিও’র, ডেলিগেশন সুপিরিয়র ফাদার অজিত ভিক্টর কস্তা, ওএমআই’কে এবং অন্যান্য সকল ফাদার-সিস্টারদেরকে এই আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। প্রত্যাশা রাখি, যেন ভবিষ্যতে আমাদের মারীয়াদ ধর্মপল্লী বোর্ণী থেকে আরো অনেক ফাদার-সিস্টার পেতে পারি।
নবঅভিষিক্ত ফাদার প্লাবন মানুয়েল রোজারিও তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন- আজ আমার জীবনের অত্যন্ত আনন্দের একটি দিন। আমি অযোগ্য হওয়া সত্ত্বেও পিতা ঈশ্বর তাঁর মঙ্গলবাণী প্রচারের কাজে ও তাঁর পুত্রের মহাযাজকত্বে অংশী হতে আমাকে আহ্বান করেছেন। পিতা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আমার বাবা ও মাকে, ভাই ও ভাই বৌ এবং অন্যান্য সকল আত্মীয়-স্বজন যাদের প্রার্থনা ও ত্যাগ স্বীকারের জন্যে আমি যাজক হতে পেরেছি। আমার গঠন জীবনে যারা বিভিন্ন পর্যায়ে পরিচালক ছিলেন আমার নবীস মাস্টার এবং পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার পল গমেজ তাদেরকে ধন্যবাদ জানাই এবং অন্যান্য অধ্যক্ষ ফাদারগণ যাদের শিক্ষা ও দিক নির্দেশনা আমাকে যাজকীয় জীবনে এগিয়ে যেতে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাই আমার সহপাঠি-বন্ধুদের যারা বিভিন্ন পর্যায়ে আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে। আজ কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ জানাই আমার আধ্যাত্মিক পরিচালক শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক সুমন গমেজকে যিনি আমার দীর্ঘ গঠন যাত্রায় আমার সহযাত্রী হিসেবে আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমার অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি কস্তা, সহকারি পাল-পুরোহিত ফাদার যোহন মিন্টু রয় এবং ফাদার অনিল মারান্ডী এবং এখানে কর্মরত সিস্টারদেরকে যারা এ যাজকীয় অনুষ্ঠানে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আপনাদের সকলের কাছে প্রার্থনা চাই, যেন আমার যাজকীয় জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়। আমি যেন বিশ্বস্তভাবে প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে আজীবন কাজ করে যেতে পারি।
বোর্ণী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন- যাজকীয় অভিষেক গোটা মণ্ডলির জন্য একটা আনন্দপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। যাজকীয় জীবন ঈশ্বরের একটা বিশেষ আহ্বান এবং অনুগ্রহ দান। ডিকন প্লাবন মানুয়েল রোজারিও, ওএমআই এই আহ্বানে সাড়া দিয়ে যাজক পদে অভিষিক্ত হয়েছেন এবং অভিষেকের মাধ্যমে পবিত্র আত্মার শক্তিতে ও অনুগ্রহ দানে ভূষিত হয়েছেন এবং খ্রিস্টমণ্ডলির একজন সেবাকর্মী হয়ে উঠেছেন। যাজক হিসেবে তিনি মহাযাজক খ্রিস্টের দেওয়া যাজকীয় ক্ষমতা ব্যবহার করবেন বিশেষভাবে যখন তিনি পুণ্যময় সংস্কারগুলো সম্পাদন করবেন। তিনি আরো বলেন, একজন যাজক আসে পরিবার থেকে। পারিবারিক জীবনটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য পরিবারগুলো যেন তাদের সন্তানদেরকে অনুপ্রাণিত করে ধর্মীয় জীবন আহ্বানে সাড়া দিতে। পরিবারগুলো যেন আরো মনোযোগী হয় নিজের পরিবারকে গৃহমণ্ডলিরূপে গড়ে তুলতে ও মণ্ডলির বিভিন্ন সেবাকর্মে আরও সক্রিয়ভাবে অংশ নিতে। বর্তমান পোপ ফ্রান্সিস সার্বজনীন কাথলিক মণ্ডলিকে সহযাত্রী মণ্ডলি হওয়ার জন্য আহ্বান করেন। যে মণ্ডলি হবে সবার সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে সক্রিয়, প্রাণবন্ত ও সহযাত্রী। সহযাত্রী মণ্ডলি হয়ে উঠতে যাজকের ভূমিকা অপরিসীম। নব অভিষিক্ত যাজক প্লাবন মানুয়েল রোজারিও, ওএমআই-ও এই ভ‚মিকা পালন করার সুযোগ পাবে। নব অভিষিক্ত যাজকের জীবন হয়ে উঠুক পবিত্র, পালকীয় সেবাকর্মে হোক নিঃস্বার্থ, আনন্দপূর্ণ ও উদ্দীপনায় পূর্ণ। নব অভিষিক্ত যাজকের পরিবারও যেন ঈশ্বরের আশির্বাদে হয় পরিপূর্ণ। সেই সাথে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষভাবে পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে যিনি তার শত ব্যস্ততার মধ্য থেকেও আজকের এই দিনের যাজকীয় অভিষেক প্রদানের জন্য সময় দিয়েছেন। সেই সাথে বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠান থেকে আগত ফাদার-সিস্টারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাদের প্রার্থনাপূর্ণ উপস্থিতি ও সমর্থনের জন্যে। একই সাথে বোর্ণী ধর্মপল্লীর পালকীয় পরিষদসহ অন্যান্য সকল কমিটির সদস্য-সদস্যাদেরকে ধন্যবাদ জানাই কেননা, আপনাদের সহযোগিতায়, অংশগ্রহণে ও সমর্থনে আজকের এই অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়েছে। আগামীকাল নব অভিষিক্ত ফাদার প্লাবন মানুয়েল রোজারিও সকালে মিশনে তার প্রথম খ্রিস্টযাগ উৎসর্গ করবেন এবং পরে তার নিজগৃহে অন্যান্য অনুষ্ঠান হবে সেখানে আপনারেকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। সর্বোপরি, মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তিনি তার মণ্ডলিতে আরো একজন নতুন যাজককে দান করেছেন বলে। শেষে সাধু জন মেরী ভিয়েন্নীর উদ্বৃতি দিয়ে বলতে চাই, যাজকত্ব হলো যিশু হৃদয়ের ভালোবাসা। আসুন, আমরা সেই ভালোবাসায় আত্মনিয়োগ করি।
বরেন্দ্রদূত রিপোর্টার