বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য্যতা ও আনন্দ-উৎফুল্লে গত ২৪-২৫ জানুয়ারি সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে, বনপাড়া এর আয়োজনে বিদ্যালয়ে প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সাড়া ফেলে যা ছিল দৃষ্টি নন্দন। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে দিনটি ছিল আনন্দঘন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ খ্রি: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস কস্তা, অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, মাধ্যমিক শাখার ইনর্চাজ ফাদার পিউস গমেজ, উপজেলা নির্বাহী অফিসার মোছা: মারিয়ম খাতুন, বনপাড়া পৌরসভার মেয়র জনাব কে. এম. জাকির হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। অতিথিদের আসন গ্রহণ ও উদ্বোধনী নৃত্যের দ্বারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ করা হয় এবং সকল অতিথী, অধ্যক্ষ মহোদয় ও সকল শিক্ষকদের ফুলের তোড়া, ব্যাচ প্রদান করে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার মোছা: মারিয়ম খাতুন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করে বলেন যে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা /খেলাধূলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্ব বহন করে। তিনি আরও বলেন, খেলাধুলা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। খেলাধুলা আমাদের শিক্ষাজীবনের একটি অংশ যা আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করেন। তিনি এক পর্যায়ে তার শৈশবের খেলাধুলার কথা শিক্ষার্থীদের সাথে সহভাগিতা করেন। শেষে শিক্ষার্থীদেরকে পড়াশোনা ও বই পড়তে অনুরোধ করেন। দিনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত, আসন গ্রহণ, উদ্বোধন অনুষ্ঠান, মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদক্ষিণ, শান্তির প্রতীক হিসেবে পায়রা ছাড়া, শিক্ষার্থীদের মার্চ পাস প্রদর্শনী, ডিসপ্লে, দল অনুসারে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা প্রদর্শন, যেমন খুশী তেমন সাজো, শিক্ষক ও শিক্ষিকাদের আলাদা-আলাদা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ খ্রি: অনুষ্ঠান সমাপ্ত হয়।
নবীণ বরণ অনুষ্ঠান
অতি আনন্দের সাথে গত ২৯’শে জানুয়ারি একদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, গর্ভনিং বডির সভাপতি, অধ্যক্ষ মহোদয়, মাধ্যমিক শাখার ইনর্চাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। শুরুতেই অধ্যক্ষ মহোদয় নবীন শিক্ষার্থী ও অতিথীবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর শুভেচ্ছা বাণী রাখেন। আরও বক্তব্য রাখেন, প্রধান অতিথী ও অন্যান্য অতিথীবৃন্দ। অতঃপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অতিথীবৃন্দ সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে বরণ করে নেন। পরিশেষে গত ২০২১ ও ২০২২ খ্রিস্টাব্দে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তাদের সংবর্ধনা ও ক্লাব কার্যক্রমের পুরষ্কার বিতরণ করা হয় এবং অধ্যক্ষ মহোদয় সকলকে সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : হৃদয় পিউরীফিকেশন