রাজশাহী সিটি কর্পোরেশন ১৭ নম্বর ওয়ার্ড, বড়বনগ্রাম কুচপাড়ায় প্রতিষ্ঠিত হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী দ্বিতীয়বারের মতো মূলসুর: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-ক্রীড়াই বাড়ায় মনোবল।’এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মো: আশরাফুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, মতিহার, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মুরমু, প্রশাসক (উন্নয়ন), রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ, মি. স্বপন মন্ডল, এ.সি.ও. ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন, পবা, রাজশাহী, মিসেস রুথ রেন্সী হাঁসদা ও মনিকা ক্রুশ, সদস্য, ম্যানেজিং কমিটি।

এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেইজ পিউরিফিকেশন, সিএসসি ও ব্রাদার শংকর আলবার্ট কস্তা, সিএসসি। প্রথম শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৪৫টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় ১৪৬জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানসূচির প্রথমেই ছিল অতিথি অভ্যর্থনা ও আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন, শুভেচ্ছা বক্তব্য, প্রধান অথিতির বক্তব্য, বেলুন-কবুতর উড়ানো ও উদ্বোধন ঘোষণা, শিক্ষার্থীদের শরীরচর্চা ও মার্চ পাস প্রদর্শনী, মশাল প্রজ্জ্বলন, উদ্বোধনী নৃত্য-ডিসপ্লে, অধ্যক্ষের স্বাগত বক্তব্য, শিক্ষার্থীদের খেলাধুলা, পুরস্কার বিতরণী এবং ধন্যবাদ জ্ঞাপন ও সমাপণীর মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : হিলারিউস মুরমু

Please follow and like us: