আজ বরিশাল ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র ৬০ তম শুভ জন্মদিন। তিনি গত ২৬ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দে বরিশাল ধর্মপ্রদেশের বিশপ হিসেবে অভিষিক্ত হন। রাজশাহী ধর্মপ্রদেশের ফৈলজানা ধর্মপল্লীর দিওরপাড়া গ্রামে ৮ ফেব্রুয়ারি ১৯৬৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মি: আন্তনী রোজারিও, মাতা : মিসেস এলিজাবেথ রোজারিও। তার এই জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও ও শ্রদ্ধেয় ফাদার সুনীল রোজারিও বরিশাল ধর্মপ্রদেশে বিশপ ইম্মানুয়েলের সাথে শুভ জন্মদিনের আনন্দে শরিক হন। বিশপ ইম্মানুয়েলের এই জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, সকল ফাদার-সিস্টার, কাটিখ্রিস্ট মাস্টার, ব্রাদার এবং খ্রিস্টভক্তদের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: