২০২২ খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া এর ৪৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে ৪৪৫জন কৃতকার্য  হয়েছে এবং পাশের হার ৯৬.৯৫% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ এর পরিসংখ্যানে দেখা যায় মোট ১০০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে যার মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ৫৪ জন, মানবিক বিভাগ থেকে ৩৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ জন শিক্ষার্থী ।  সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, বনপাড়া- একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ২০১৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক শাখার যাত্রা শুরু হয়। শুরু থেকেই এখানে শ্রেণি কার্যক্রমের পাশাপাশি নিয়মিত কো-কারিকুলার কার্যক্রম ও কঠোর নিয়মানুবর্তিতার  মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। যেন তারা পরবর্তীতে সমাজ তথা দেশের সেবা করতে পারে এবং একজন আদর্শ নাগরিক হয়ে দেশের সম্পদ হয়ে উঠতে পারে।

এবারের প্রকাশিত ফলাফল সম্পর্কে  সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া এর সম্মানিত অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ বলেন -“এই ফলাফল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।  এই উপলক্ষ্যে সংশ্লিষ্ট  সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন। সকলের সমবেত চেষ্টায় আমাদের সকলের এই প্রাণের প্রতিষ্ঠান তার অভীস্ট লক্ষ্যে পৌছাতে পারবে, এই আমার বিশ্বাস।”

ফলাফল প্রকাশের পরে অভিভাবক, শিক্ষার্থীগণ ভাল ফলাফলের জন্য প্রতিষ্ঠানের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে নিয়মিত ব্যবহারিক ক্লাস তাদের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা মনে করে।

বরেন্দ্রদূত রিপোর্টার : ড. ফাদার শংকর ডমিনিক গমেজ

Please follow and like us: