গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ নার্সেস গিল্ড রাজশাহী শাখার উদ্যোগে  উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর অন্তর্গত ডিঙ্গাডোবা সিক্ সেন্টারে যথাযথ মর্যাদায় পালন করা হয় বিশ্ব রোগী  দিবস-২০২৩ খ্রিস্টাব্দ।

বিশ্ব রোগী দিবস উপলক্ষ্যে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী। তার সহার্পিত খ্রিস্টযাগে আরো উপস্থিত ছিলেন মুন্সিনিয়র মার্শেল তপ্ন, ফাদার জন পাওলো, পিমে, ফাদার বিশ্বনাথ মারান্ডী ও ফাদার শ্যামল জেমস্ গমেজ। খ্রিস্টযাগের উপদেশে ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন, খ্রিস্টমণ্ডলি বিশ্বাস ও স্বীকার করে যে, রোগীদের যত্ন নেওয়া মণ্ডলির একটি পালকীয় সেবা দায়িত্ব। তিনি সাধু যাকোবের পত্রের উদ্বৃত্তি দিয়ে বলেন, “তোমাদের মধ্যে যে রোগে পীড়িত, সে মণ্ডলির প্রবীণদের (যাজকদের) ডাকুক এবং তারা তার গায়ে তেল মাখিয়ে দেবার পর প্রভুর নামে প্রার্থনা করুন। বিশ্বাসের প্রার্থনা সেই রোগীকে ত্রাণ করবে, প্রভু তাকে সুস্থ্য করে তুলবেন আর সে যদি কোন পাপ করে থাকেন, তার সেই পাপের মোচন হবে।”  তাই আসুন, আমরা অসুস্থ্য ভাই-বোনদের পাশে দাঁড়াই এবং তাদের সেবাকাজে আরো বেশি করে আত্মনিয়োগ করি। বিশেষভাবে যারা এই সেবাকাজের মধ্যে নিয়োজিত আছেন সেই সমস্ত ডাক্তার, নার্স ও রোগীদের সেবাদানকারী সেবক-সেবিকাদের জন্য প্রার্থনা করি যেন তারাও তাদের আত্মত্যাগ ও ভালোবাসার মধ্যদিয়ে অসুস্থ্য ভাই-বোনদের সেবাযত্ন দিতে পারে।

পবিত্র খ্রিস্টযাগের মধ্যে নার্সেস গিল্ড’র সদস্য ও সিস্টারগণ মানব সেবার মূলমন্ত্র-শপথ বাণী পাঠ করে প্রতিজ্ঞা নবায়ন করেন। খ্রিস্টযাগের পর সকল রোগীকে রোগী তেল দ্বারা লেপন করা হয়; পরে দুজন রোগী তাদের অসুস্থ জীবনের কষ্ট এবং রোগমুক্তির মিশ্র অভিজ্ঞতা সহভাগিতা করেন। অতঃপর সবার রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা করে এবং টিফিন গ্রহণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার জেমস্ শ্যামল গমেজ

Please follow and like us: