বিগত ১৭-১৮ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ, রহনপুর ধর্মপল্লীর আওতাধীন বিভিন্ন গ্রাম থেকে আগত ১৭০ জন যুবক-যুবতীদের নিয়ে ‘যুবক্রুশ: যুব মিলনমেলা’-২০১৮ অনুষ্ঠিত হয়। “যুব শ্রেণী; বিশ্বাস ও আহ্বান নির্ণয়” এই বিষয়টিকে যুব মিলন মেলার মূলসুর হিসাবে বেছে নেওয়া হয়। এ উপলক্ষে বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি স্বরুপ যুবক-যুবতীদের পাপস্বীকার সংস্কার প্রদান করা হয় এবং সন্ধ্যায় যুব ক্রুশ ও মা মারীয়ার প্রতিকৃতি নিয়ে আলোক শোভাযাত্রা ও রোজারী মালা প্রার্থনা অনুষ্ঠান করা হয়। পুণ্য পিতা পোপ ফ্রান্সিস যুবাদের উদ্দেশ্যে যে বাণী রেখেছেন সেই বাণীর আলোকে “যুব শ্রেণী; বিশ্বাস ও আহ্বান নির্ণয়” এই মূলসুরের উপর প্রাণবন্ত উপস্থাপনা করেন শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও এবং ‘যুবাদের জীবন গঠন ও সামাজিক দায়বদ্ধতা’ এই বিষয়ের উপর উপস্থাপনা করেন শ্রদ্ধেয় আরডি সুক্লেস জর্জ কস্তা। তাদের জ্ঞানগর্ভ ও সুন্দর অভিজ্ঞতাপূর্ণ সহভাগিতার মধ্যদিয়ে আমাদের যুবারা যে দিকনির্দেশনা, উৎসাহ ও উদ্দীপনা লাভ করেছে তা আমাদের যুব সমাজের সার্বিক উন্নয়নে বিশেষ প্রেরণা যোগাবে বলে অনেকেই অভিমত ও আশাবাদ ব্যক্ত করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই যুব সম্মেলনের ইতি টানা হয়।
রহনপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যুব মিলন মেলা
Please follow and like us: