ফেব্রুয়ারি ১২, ২০২৩ খ্রিস্টাব্দ “যিশু শিশুদের মাথায় উপর হাত রেখে আশীর্বাদ করেন”– মূলসুরের উপর ভিত্তি করে নবাই বটতলা ধর্মপল্লীতে বিভিন্ন গ্রাম হতে আগত শিশু ও শিশু মঙ্গল এনিমেটরদের নিয়ে সারাদিনব্যাপী শিশু মঙ্গল উৎসবের আয়োজন করা হয়। এতে শিশু মঙ্গল এনিমেটরসহ ৩৫২জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানসূচীতে ছিল শোভাযাত্রসহ পবিত্র খ্রিস্টযাগ, শিশু রেলী, মূলভাবসহ তিনটি বিষয়ে তিনজনের সহভাগিতা, খেলা-ধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও সমাপণী বক্তব্য। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএসের পরিচালক ফাদার পিউস নিকো গমেজসহ-পৌরহিত্য করেন নবাই বটতলার ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন ও সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো, পিমে। ফাদার উপদেশে কয়েটি দিক তুলে ধরেন- শিশুদের প্রার্থনা শিখতে হবে, খ্রিস্টযাগের উত্তরসহ গান শিখতে হবে, যিশু ভালবাসেন শিশু দিকটি উপলদ্ধি করাতে হবে শিশুদের, যিশু শিশুদের আশীর্বাদ করেন সর্বদা তা তাদের বুঝাতে হবে ও শিশুরা শিশুদের সাহায্য করে এই চেতনায় জাগ্রত করতে হবে শিশুদের। মূলসুরের উপর সহভাগিতায় ফাদার কয়েকটি উদাহরণ, গল্পের মাধ্যমে যিশু যে শিশুদের আশীর্বাদ করেন তা বুঝাতে চেষ্ঠা করেন। ফাদার লিটন কস্তা ও ফাদার শ্যামল গমেজ এই উৎসবে যোগ দেয়াতে উৎসবটি আরো প্রানবন্ত ও উৎসবমূখর হয়ে উঠে। পাল-পুরোহিতের ধন্যবাদ জ্ঞাপন ও ফাদার আরতুরো, পিমের আশীর্বাদের মাধ্যমে উৎসব পরিসমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন