মুক্তিদাতা হাই স্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস -২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে পালন করা হয়। বিশেষ খ্রিস্টযাগের মধ্যদিয়ে শহীদের আত্মার কল্যাণে প্রার্থনা, প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের  মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই মি. গাব্রিয়েল হাঁসদা ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে উক্ত বিষয়ের তাৎপর্য সকলের সাথে সহভাগিতা করেন। এছাড়াও দিবসকে কেন্দ্র করে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার লিটন কস্তা, ভূমি সেক্রেটারি রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহী ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দেশ প্রেমে সকলকে উদ্বুদ্ধ হতে ও দেশ প্রেম থাকা আমাদের একান্তভাবে দরকার যা বক্তাদের বক্তব্যে বিষয়টি জোরালো ভাবে উঠে আসে। দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতের লেখা প্রতিযাগিতা, চিত্রাঙ্কন প্রতিযাগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযাগিতা, পুরস্কার বিরতণী অনুষ্ঠান ও জলযোগ।

অতঃপর, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন

 

Please follow and like us: