যোহন মিন্টু রায়
আমি প্রার্থনা করার জন্য জানুপাত করলাম
কিন্তু খুব বেশী সময়ের জন্য নয়;
কারণ আমাকে অনেক কিছু করতে হবে
অবশ্যই আমার তাড়া আছে এবং কাজে ফিরে যেতে হবে
বকেয়া পাওনাগুলি পরিশোধ করতে হবে দ্রুত
তাই আমি দ্রুত কিছুক্ষণ প্রার্থনা করলাম
এবং আমার জানুপাত অবস্থা থেকে প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালাম
আমার আত্মা এই ভেবে শান্তি পাবে যে,
খ্রিস্টান হিসেবে আমার দায়িত্ব পালন করেছি।
অন্যের সঙ্গে গল্প করার, বন্ধুদের কাছে খ্রিস্টের কথা বলার
সারা দিনে আমার একটুও সময় নেই
অন্যেরা আমাকে নিয়ে হাসাহাসি করে
এসবে সময় দেবারও আমার দরকার নেই
“সময় নেই, সময় নেই, অনেক কিছু করতে হবে”
এটাই ছিল আমার হৃদয়-মনের সার্বক্ষণিক আর্তি।
অবশেষে সময় এলো মৃত্যুর
এবং প্রভুর সামনে আমাকে নেওয়া হলো
প্রভুর সামনে আমি দুঃখ ভারাক্লান্ত হৃদয়ে, নতমস্তকে দাঁড়ালাম,
দেখলাম, তিনি হাতে ধরে আছেন একখানি বড় বই
এটি ছিল জীবন-পুস্তক।
তিনি আমার দিকে একবার তাকিয়ে
বই-এর পাতায় গভীরভাবে মনোনিবেশ করলেন
অনেকক্ষণ পর চোখ তুলে তাকিয়ে বললেন, দুঃখিত বৎস
তোমার নাম জীবন-পুস্তকে খুঁজে পেলাম না।
তিনি বললেন, আসলে জীবন-পুস্তকে তোমার নাম
অনেকবার লিখতে চেয়েছি
কিন্তু সময় হয়ে উঠেনি।
(বি:দ্র: প্রত্যাদেশ ২০:১৫ – – – – — )
(No Time, writer –unknown, ভাবানুবাদ, ম্যানিলা, ফিলিপাইন, মার্চ, ২০১৫)