“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” এই দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুক্তিদাতা হাই স্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে পালন করা হয়। এই ঐতিহাসিক দিনকে সাফল্যমন্ডিত করার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলির মধ্যে ছিল প্রাণের স্পন্দন, ছিল আন্তরিকতার বহি:প্রকাশ। অনুষ্ঠনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার ফাবিয়ান মারান্ডী,অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার বাবলু কোড়াইয়া, পরিচালক, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্র, রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহী। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী কবিতা আবৃত্তির মাধ্যমে সকল অতিথিদেরকে ফুলের তোড়া ও ব্যাচ প্রদান করে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি তার সহভাগিতায় বলেন, আজকে যাকে সামনে নিয়ে আমরা সকলে একত্রিত হয়েছি তিনি আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী। তার অবদানের কারনেই আমরা এই স্বাধীন ভূখন্ড পেয়েছি। যার প্রাণের বিনিময়ে আমার এই স্বাধীন দেশ পেয়েছি তার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা যেন সবসময় থাকে। বঙ্গবন্ধুর যেমন দেশ প্রেম ছিল আমাদেরও দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বিশেষ অতিথি ফাদার বাবলু কোড়ায়াই বলেন, বঙ্গবুন্ধ ছিলেন একজন আদর্শ নেতা। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। পশ্চিম পাকিস্তানের কবল থেকে দেশকে মুক্ত করে তিনি দিয়েছেন স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ ও এছাড়াও আলোচনায় অংশ গ্রহন করেন প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি। দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শনী, মাধ্যমিক, প্রাথমিক ও প্রাক্ প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা,পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচী সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন লুক পিউরীফিকেশন