“সদাচরণ করতে শেখ, ন্যায়ের সন্ধান কর; অত্যাচারীকে শাসন কর” শীর্ষক মূলভাবকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো ন্যায় ও শান্তি কমিশনের দুই দিন ব্যাপী সেমিনার। গত ৯-১০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দের এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যায় ও শান্তি কমিশন বাংলাদেশের চেয়ারম্যান বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, বিশপ, রাজশাহী ধর্মপ্রদেশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার প্রেমু রোজারিও, চ্যান্সেলর, রাজশাহী ধর্মপ্রদেশ ও ফাদার উইলিয়াম মুরমু, পরিচালক উন্নয়ন ও প্রশাসন এবং পালপুরোহিত, মুশরইল ধর্মপল্লী, পবা, রাজশাহী। ফাদার ফাবিয়ান মারান্ডী, ভিকার জেনারেল রাজশাহী ধর্মপ্রদেশ সেমিনারে সভাপতিত্ব করেন। এছাড়া মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাদার লিটন গমেজ, সিএসসি, সেক্রেটারি, বিশপীয় ন্যায় ও শান্তি কমিশন, বাংলাদেশ। সেমিনারে ন্যায় ও শান্তি কমিশনের আওতায় বিভিন্ন ডেস্ক যেমন- মানবাধিকার ডেস্ক, শিশু সুরক্ষা ডেস্ক, অভিবাসন ডেস্ক, প্রিজন মিনিস্ট্রি ডেস্ক ও জলবায়ু ডেস্ক-এর ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সেমিনারে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠায় কাথলিক মণ্ডলির ভাবনা ও কার্যক্রম উপস্থাপন করা হয় যেখানে নিন্মোক্ত বিষয়গুলি অগ্রাধিকার দেয়া হয়। বাংলাদেশ মণ্ডলির ন্যায্যতা ও শান্তি বিষয়ক ভাবনা; ন্যায্যতা ও শান্তি বিষয়ক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য; কর্মপরিকল্পনা গ্রহণের দিºর্শন; কর্মপদ্ধতি, কর্মনীতি ও কর্মসূচির ধারা; ন্যায্যতা শান্তি বিষয়ক অন্যতম কার্যক্রম; মানবাধিকার জোট ও সংগঠনের সাথে নেটওয়ার্কিং; বাংলাদেশ মণ্ডলির ন্যায্যতা ও শান্তি বিষয়ক অন্যতম কার্যক্রম; মানবাধিকার সুরক্ষা; জলবায়ু পরিবর্তন পরিস্থিতিতে সাড়াদান; অভিবাসী ও শরণার্থীদের সুরক্ষা; তালিথা কুম বাংলাদেশ- মানচ পাচার প্রতিরোধমূলক কর্মসূচি; শিশু অধিকার সুরক্ষা; ফ্রান্সিসের অর্থনীতি ভাবনা; কারাবন্দিদের সেবাদান এবং সর্বপরি বিশেষ দিবস উদ্যাপনে সৃজনশীল কর্মপরিকল্পনা গ্রহণ। এছাড়া তিনি ডেস্কভিত্তিক কার্যক্রম বিষয়ে সেমিনারে সহভাগিতা করেন। এরপর ডেস্কভিত্তিক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
উল্লেখ্য সেমিনারের প্রথম দিন খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রেমু রোজারিও এবং দ্বিতীয় তথা শেষ দিন খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। সেমিনার আয়োজন ও বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ন্যায় ও শান্তি কমিশনের আহবায়ক ফাদার সাগর কোড়াইয়া এবং তাকে সহায়তা করেন অসীম ক্রুশ, সেক্রেটারি।
বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ক্রুশ