পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা ও ওএলএস সিস্টারদের উদ্যোগে ও সহযোগিতায়, রাজশাহীর, কয়েরদাঁড়ার অন্তর্গত, লুইসপাড়ায় পবিত্র পরিবারের ধর্মপল্লীতে গত ১০ই মার্চ রোজ শুক্রবার “ প্রেরণধর্মী মণ্ডলিতে শিশুদের অংশগ্রহণ” মূলসুরের উপর ভিত্তি করে, শিশু মঙ্গল দিবস ২০২৩ উদযাপন করা হয়। পবিত্র খ্রিস্টযাগ ও ক্রুশের পথের মধ্য দিয়ে দিনটি শুরু করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন মুন্ডুমালা ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার পল কস্তা। গ্রামের সকল খ্রিস্ট বিশ্বাসীদের স্থবির ও ঝিমিয়ে পড়া বিশ্বাসকে জাগ্রত করার লক্ষ্যে, বিভিন্ন ধর্মীয় ও সচেতনতা মূলক শ্লোগান দিয়ে শিশুদের নিয়ে গ্রামের সকল পথে একটি রেলি করা হয়। পবিত্র পরিবারের ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা অনেক সুন্দর করে মূলসুরের উপর তার সহভাগিতা রাখেন। এছাড়াও দিনটির অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল পাপস্বীকার, বাইবেল কুইজ, বিনোদন ও খেলাধুলা, পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনটির সমাপ্ত ঘোষণা করা হয়। পাপস্বীকার শুনতে স্বল্প সময়ের জন্য ফাদারকে সাহায্য করতে আসেন মুশরইলের সেন্ট পিটার সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ । ফাদারগণ, সিস্টারগণ, এনিমেটরগণ ও শিশুসহ অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট ৫০ জন।
বরেন্দ্রদূত রিপোর্টার : সিস্টার সিবলি পিউরীফিকেশন