” শিশুরাই মিলন, অংশগ্রহণ ও প্রেরণের আদর্শ” উক্ত মূলসুরেরর উপর ভিত্তি করে রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের শিশুদের নিয়ে উদযাপিত হল পবিত্র শিশু মঙ্গল দিবস ২০২৩ খ্রিস্টাব্দ। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী এই শিশু মঙ্গল দিবস এর অনুষ্ঠান শুরু করা হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার লিটন কস্তা, মুন্সিনিয়র ফাদার মার্শেল তপ্ন, ফাদার শ্যামল জেমস্ গমেজ, সহকারী পাল-পুরোহিত ক্যাথিড্রাল ধর্মপল্লী। পবিত্র খ্রিস্টযাগের পর আনন্দ রেলীসহ বিভিন্ন বিষয়ের উপর- যেমন, প্রার্থনা, গান, নৃত্য, খেলাধুলা, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে শিশুদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ধর্মপল্লীর ৩৭০ জন শিশু, ৩৫ জন শিশু এনিমেটর, ৬ সিস্টার এবং ৪ জন ফাদার মিলে ৪১৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিল।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার শ্যামল জেমস্ গমেজ