রাজশাহীর কয়েরদাঁড়ায় অন্তর্গত লুইস পাড়ায় অবস্থিত সেন্ট লুইস স্কুলে ১৭ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস আনন্দপূর্ণভাবে পালন করা হয়। এই দিনটিকে উপলক্ষ্য করে স্কুলের সকল ছেলে-মেয়েদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন শেষে স্কুলের ছেলে-মেয়েদের নিয়ে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পর জন্মদিনের কেক কাটা হয় ও সবার মধ্যে তা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো: বেলাল আহমেদ, সেন্ট লুইস স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার ছন্দা রোজারিও, অন্যান্য সিস্টারগণ, শিক্ষকগণ ও স্কুলের ছাত্রছাত্রীরা।
বরেন্দ্রদূত রিপোর্টার : সিস্টার শিবলী পিউরীফিকেশন