মুক্তিদাতা হাই স্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে বিগত ১৭ মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম দিন ও শিশু দিবস পালন-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, এছাড়াও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন সিএসসি, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলি , অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে সকল অতিথি, অভিভাবক, শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি তার সহভাগিতায় বলেন, আজকের এই দিনে যাকে সামনে নিয়ে আমরা সকলে একত্রিত হয়েছি তিনি আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবদানের কারণেই আমরা এই স্বাধীন ভূ-খন্ড পেয়েছি। যার প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি তার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা যেন সবসময় থাকে। বঙ্গবন্ধুর যেমন দেশ প্রেম ছিল আমাদেরও দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিসেস সুরভী রোজারিও, মিসেস সবিতা মারান্ডী ও প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি।
দিনের কর্মসূচির মধ্যে ছিল সর্বজনীন প্রার্থনা, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জন্ম দিন ও শিশু দিবস যথাযথভাবে পালনের পরিপ্রেক্ষিতে শিশুদের নিয়ে কেক কাটা ও কেক খাওয়ানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন লূক পিউরীফিকেশন