গত ১৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, বোর্নীতে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়াস্থ মরিয়ম উচ্চ বিদ্যালয় ,নাটোর, সেন্ট যোসেফ’স স্কুল অ্যান্ড কলেজ, বনপাড়া, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, বোর্নী ও সেন্ট রিটা’স হাই স্কুল, মথুরাপুরের সর্বমোট ২০০ জন প্রতিযোগীদের নিয়ে জাঁকজমকপূর্ণভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার যোহন মিন্টু রায়ের পরিচালনায় ও সহকারী শিক্ষক জেমস স্কট রোজারিও ও সহকারী শিক্ষক লিপি রোজারিওর উপস্থাপনায় উদবোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট), কারিতাস রাজশাহী অঞ্চল, ফাদার দিলীপ এস. কস্তা, সেক্রেটারি, ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন, ফাদার শিশির নাতালে গ্রেগরী, সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটি, সেন্ট রিটা’স হাই স্কুল, সি: মেরী ক্রিস্টেল, প্রধান শিক্ষক, সেন্ট রিটা’স হাই স্কুল, সি: শিল্পী পেরেরা, প্রধান শিক্ষক, মরিয়ম উচ্চ বিদ্যালয় ও ফাদার যোহন মিন্টু রায়, প্রধান শিক্ষক, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। এছাড়াও ৫ টি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ বাক্যপাঠ, অতিথিবৃন্দের মোমবাতি প্রজ্জ্বলন ও স্বাগত বক্তব্য এবং প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্য ও উদ্বোধনী ঘোষণার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। ‘ক’ বিভাগে চারুকলা, আধুনিক কৃষি, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রোজেক্ট এবং ‘খ’ বিভাগে কবিতা আবৃত্তি, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, একক সংগীত, দলীয় নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞ বিচারকগণের বিচারকার্য শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার : হীরক গমেজ

Please follow and like us: