গত ১৬ মার্চ বৃহস্পতিবার ফৈলজানা ধর্মপল্লীতে মণিকা সংঘের উদ্যোগে নারীদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন অনুধ্যান অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় প্রায়শ্চিত্তকালীন অনুধ্যান শুরু হয়। অর্ধ দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরুতেই প্রায়শ্চিত্তকালীন আত্মশুদ্ধিমূলক সহভাগিতা করেন পার্শ্ববর্তী ধর্মপল্লী মথুরাপুরের পাল পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী। তিনি তার সহভাগিতায় বলেন, ‘ প্রায়শ্চিত্ত কাল হলো মন পরিবর্তনের সময়, অনুতাপ করার সময়। একইভাবে প্রায়শ্চিত্ত কাল হলো মণ্ডলির বসন্তকাল। এ প্রায়শ্চিত্তকালে আমাদের চেষ্টা করতে হবে জীবনের অপ্রয়োজনীয় দিক বা বিষয়সমূহ বাদ দিয়ে যেন নবজীবন লাভ করি। এই প্রায়শ্চিত্তকালে শারীরিক উপবাসের চেয়ে মানসিক উপবাস করা বেশি প্রয়োজন। এই প্রায়শ্চিত্তকালীন সময়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করে যিশু খ্রিস্টের পুনরুত্থান উৎসবের জন্য প্রস্তুত করে তুলতে পারি এবং একে অপরের সাথে ভালোবাসা ও আনন্দ সহভাগিতার মনোভাব গড়ে তুলতে পারি।
সহভাগিতার পরই ছিলো প্রায়শ্চিত্তকালীন কর্মসূচির অংশ হিসেবে পাপস্বীকার, ক্রুশের পথ ও খ্রিস্টযাগ। ধর্মপল্লীর পাল -পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি’র সহার্পণে খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার শিশির গ্রেগরী।
পরিশেষে, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও অনুধ্যান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : কামনা কস্তা