গত ২০ মার্চ পবিত্র পরিবার ধর্মপল্লীতে মহাসমারহে পিতা-মাতা দিবস ২০২৩ উদযাপন করা হয়। এ বছর ১৯ মার্চ রবিবার দিন হওয়ায়, মণ্ডলিতে সাধু যোসেফের মহাপর্বটি ২০ মার্চ পালন করে। বিকাল ৫ টায় সকল পিতা-মাতাদের নিয়ে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা। সিস্টারদের সহযোগিতায় সমবেত গানের দল সাধু যোসেফের উদ্দেশ্যে প্রার্থনা সঙ্গীত পরিবেশনা করে সবাইকে খ্রিস্টযাগে অর্থপূর্ণভাবে অংশগ্রহণ করার পরিবেশ প্রদান করে।

ফাদার হেনরী পালমা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,‘‘ আমরা অনেক ভাগ্যবান ও ভাগ্যবতী এই জন্য যে আমরা পবিত্র পরিবারের আশীষে রয়েছি। মা মারীয়া, যিশু ও সাধু যোসেফ আমাদের সকল পরিবারের ও পিতা-মাতার সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। কিভাবে আমরা আমাদের পরিবারগুলোকে তাদের আদর্শে গড়ে তুলতে পারি এবং তাদের জীবনাদর্শ থেকে যেন সে শিক্ষা লাভ করতে পারি। সাধু যোসেফ একজন ধর্মপ্রাণ ও প্রার্থনাশীল মানুষ ছিলেন। আমরা এই আর্দশে আমাদের ছেলে-মেয়ে ও পরিবারকে গড়ে তোলার জন্য তাদের কাছে আশির্বাদ ও অনুগ্রহ যাচ্না করি।”

সিস্টার ছন্দা রোজারিও পিতা-মাতা দিবসে সকল পিতা-মাতাকে শ্রদ্ধা ও সম্মান জানান। তিনি সকলকে প্রার্থনার প্রতিশ্রুতি দেন যেন প্রতিটি পরিবার নাজারেথের পবিত্র পরিবারের আদর্শে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে পারে।

পিতা-মাতাদের পক্ষ থেকে মি: মাইকেল মারান্ডী ও মিসেস মঞ্জু হেম্ব্র্রম তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন- আজ আমরা সত্যিই আনন্দিত এই জন্য যে, আজকের এই দিনে একজন পিতা-মাতা হিসেবে আমাদেরকে আমাদের ছেলে-মেয়েরা অভিনন্দন জানিয়েছে। আজ আমরা প্রার্থনা করি, যেন পবিত্র পরিবারের ন্যায় আমরাও আমাদের ছেলে-মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে পারি।

খ্রিস্টযাগের পর গ্রামের ছেলে-মেয়েরা পিতা-মাতাদের উদ্দেশ্যে সমবেত সঙ্গীত পরিবেশন করে ও ফুলের মাধ্যমে পিতা-মাতাদের শুভেচ্ছা প্রদান করে এবং তাদের কাছ থেকে আশির্বাদ গ্রহণ করে।

খ্রিস্টযাগ ও অনুষ্ঠান শেষে সবার জন্য হালকা জলযোগের ব্যবস্থা করা হয়। গ্রামের যে সকল পিতা-মাতাগণ খ্রিস্টযাগে যোগদান করতে পারেননি, তাদের বাড়ি বাড়ি গিয়ে আনন্দ সহকারে গানের দলের ছেলে-মেয়েরা গান গাইতে গাইতে ফুলের শুভেচ্ছা জানায় ও তাদের নিয়মিত খ্রিস্টযাগে যোগদান করার জন্য অনুরোধ করে।

বরেন্দ্রদূত রিপোর্টার : সিস্টার শিবলী পিউরীফিকেশন

Please follow and like us: