বনপাড়া ধর্মপল্লীতে প্রতিবন্ধী ভাই-বোনদের বিশ্বাসের তীর্থযাত্রা

গত ২৩-২৫ মার্চ কারিতাস বাংলাদেশের টিসিআরপি প্রকল্পের আয়োজনে “ হাতে হাত ধরে চলরে” মূলসুরকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশের প্রতিবন্ধী ভাই-বোনদের বিশ্বাসের তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়।

২৪ শে মার্চ মূল বিষয়ের উপর সহভাগিতা করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। বিশপ মহোদয় তাঁর সহভাগিতায় বলেন, “প্রতিবন্ধী ভাই-বোনদের জন্য এ ধরনের প্রোগ্রাম অনেক সহায়তা করে তাদের বিকশিত করতে। তাদের দেখে আমাদের অনুশোচনা হওয়া দরকার এবং কেননা আমরা প্রত্যেকেই কোন না কোনদিক দিয়ে প্রতিবন্ধী। বিকালে গ্রাম পরিদর্শন, আলোক শোভাযাত্রা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হয় দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

তৃতীয় দিন অর্থ্যাৎ ২৫ শে মার্চ সহভাগিতা করেন বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি। তিনি তাঁর সহভাগিতার মাধ্যমে প্রতিবন্ধী ভাই-বোনদের আলোর পথে চলার অনুপ্রেরণা যোগান।

দুপুরে সমাপনী খ্রিস্টযাগ ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন

“শিশুদের সাথে পথ চলি, প্রভু যিশুর গল্প বলি” এই মূলসুর নিয়ে গত ২৬ শে মার্চ লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে অতি আনন্দের সাথে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে মোট ১৩০ জন ছেলে-মেয়ে এবং ২০ জন এনিমেটর উপস্থিত ছিল।

সকাল ৯ ঘটিকায় রবিবাসরীয় খ্রিস্টযাগের মধ্যে দিয়ে ‘শিশু মঙ্গল দিবস’ শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগে বাইবেল পাঠ, গান পরিচালনা, সেবক, উদ্দেশ্য প্রার্থনা সবকিছুই শিশুরাই অংশগ্রহণ করেন। পবিত্র শিশুমঙ্গল দিবসে শিশুদের উদ্দেশ্য মিশা উৎর্সগ করেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা গমেজ এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন ফাদার পিউস গমেজ।

খ্রিস্টযাগের উপদেশ ফাদার দিলীপ এস. কস্তা বলেন “আজ আমরা স্বাধীনতা দিবস পালন করছি। দেশপ্রেমে উৎসুক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। ফাদার প্রত্যেক মা-বাবাকে মোবাইলের পরিবর্তে শিশুদেরকে গল্প বলতে উৎসাহী করেন। তিনি আরো বলেন, শিশুদের প্রার্থনা করতে শেখাবেন, শিশুদের নিয়ে রবিবাসরীয় খ্রিস্টযাগে অংশগ্রহণসহ সকল কার্যে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।” খ্রিস্টযাগের পরে শিশুদের নিয়ে আনন্দ রেলী করা হয়। রেলী শেষে সকলে একসাথে টিফিন গ্রহণ করেন। পরে শিশুদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক কথা বলেন, মি: সাগর মারান্ডী, পালক পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা এবং ফাদার পিউস গমেজ।

কুমরুল গির্জার প্রতিপালক সাধু যোসেফের পর্ব উদযাপন

গত ১৯ শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার বনপাড়া ধর্মপল্লীর অন্তর্গত কুমরুল গির্জায় প্রতিপালক সাধু যোসেফের পর্ব ও পাহাড়িয়া ভাই-বোনদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। পর্বীয় খ্রিস্টযাগের শুরুতে নয়টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাধু যোসেফের গুণাবলী স্মরণ করা হয়। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার শংকর ডমিনিক গমেজ এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশ নেন ফাদার পিউস গমেজ।

শ্রদ্ধেয় ফাদার শংকর ডমিনিক গমেজ তার উপদেশবাণীতে বলে, “আমরা সাধু যোসেফের আদর্শ নিয়ে পরিবার জীবন গঠন করলে পরিবারে শান্তি বিরাজ করবে। পরিবারের প্রত্যেক পিতার উচিত সাধু যোসেফের গুণাবলী জেনে সেই গুণগুলো অর্জন করা।”

খ্রিস্টযাগের শেষে শ্রদ্ধেয় ফাদার ও সিস্টারগণকে ফুল দিয়ে পর্বীয় শুভেচ্ছা জানানো হয়। অতঃপর দুপুরে মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও দুপুরের আহার গ্রহণের মধ্যদিয়ে পবিত্র শিশুমঙ্গল দিবসের সমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : হৃদয় পিউরীফিকেশন

Please follow and like us: