গত ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বৃহ:স্পতিবার রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ’স হাউজে অনুষ্ঠিত হয় যাজকবর্গের সভা। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপসহ রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত সকল যাজকগণ উপস্থিত ছিলেন। সকাল ৯:০০ টায় প্রার্থনা, বাইবেল পাঠ ও গানের মধ্যদিয়ে যাজকবর্গের অধিবেশন শুরু হয়। দুপুর ১২:৩০ টা পর্যন্ত এ অধিবেশন চলে। বিকাল ৩:০০টায় শুরু হয় যাজকবর্গের জন্যে পুণ্য সপ্তাহের প্রস্তুতিমূলক নির্জন ধ্যান। নির্জন ধ্যানের অনুধ্যান রাখেন শ্রদ্ধেয় প্রশান্ত আইন্দ।
বিকাল ৪:৪৫ টার সময় ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় পুণ্য তেল আশির্বাদের খ্রিস্টযাগ। এতে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও এসটিডি, ডিডি। খ্রিস্টযাগের শুরুতেই তিনি সকল খ্রিস্টভক্তদের আহ্বান জানান যেন রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত সকল যাজকদের জন্য ভক্তজনেরা প্রার্থনা করেন। কেননা, যাজকরা প্রতিনিয়তই ভক্তজনের সেবাকর্মে এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করে প্রার্থনা করে থাকেন। তাই, আজকের এই দিনে খ্রিস্টভক্তগণও যেন যাজকদের জন্য প্রার্থনা করেন। এছাড়াও তিনি আরো বলেন- যদিও আজ পুণ্য বৃহস্পতিবার নয় কিন্তু আমাদের রাজশাহী ধর্মপ্রদেশের সুবিধার্থে আমরা পুণ্য বৃহ:স্পতিবারের ঠিক এক সপ্তাহ আগে এই দিবসটি উদযাপন করছি। এই দিনটি গুরুত্বসহকারে উদযাপন করা একটি আবশ্যকীয় প্রথা। আজকের এই খ্রিস্টযাগে আমরা পবিত্র তেল বা পুণ্য তেল আশীর্বাদ করে থাকি। এই তিন প্রকার তেল হল- (১) দীক্ষাস্নানে ব্যবহৃত দীক্ষা প্রার্থীর তেল, (২) অভিষেক তেল বা ক্রিজম তেল; এ তেল ব্যবহৃত হয় দীক্ষাস্নানে , হস্তার্পণে, যাজকবরণে, বেদী ও গীর্জা উৎসর্গ অনুষ্ঠানে এবং (৩) রোগীলেপন সংস্কারে ব্যবহার্য রোগীদের তেল।
বিশপ মহোদয় খ্রিস্টযাগের উপদেশে বলেন- ঈশ্বর আমাদের যত্ন নেন। তিনি আমাদের কখনো ছেঁড়ে যান না। আমরা পাপী হলেও ঈশ্বর কিন্তু আমাদের ভালোবাসেন। ঈশ্বর আজও আমাদেরকে ভালোবাসছেন এবং যত্ন নিচ্ছেন তাঁরই পুত্র যিশু খ্রিস্টের প্রতিষ্ঠিত যাজকদের মধ্যদিয়ে। ঈশ্বর যাজকদেরকে আমাদের দিয়েছেন তাঁর দান হিসেবে। তারা একাধারে পালক এবং শাসক। তাই ঈশ্বরের পথে চলতে সাহায্য করার জন্য যাজকগণ আমাদেরকে মাঝে মধ্যে শাসনও করেন যেন আমরা ধার্মিকতার দাবী পূরণ করতে পারি কিংবা সত্য পথ ধরে যিশুকে অনুসরণ করতে পারি। তবে তাদের এই শাসন হলো ভালোবাসারই নামান্তর মাত্র। অর্থাৎ যিশু যে ভালোবাসায় জগতকে ভালোবেসেছেন সে একই ভালোবাসায় বা সেবা কাজ আমাদের যাজকগণ মণ্ডলির জন্য করে থাকেন। তাই, আজ আমি আমার ধর্মপ্রদেশের সকল যাজকদের তাদের এই সুন্দর সেবা দায়িত্ব পালন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের যাজকদের জন্যেও আপনারা প্রার্থনা করবেন যেন তারাও নিবেদিত প্রাণ হিসেবে নিজেদের সেবাকাজের মধ্যদিয়ে আপনাদের সার্বিক মুক্তি সাধনের জন্য কাজ করে যেতে পারে।
ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন- যাজকগণ তাদের পিতা-মাতা, আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে আমাদের ও মণ্ডলির সেবা কাজের জন্য তাদের জীবন নিবেদন করে থাকেন। তাই, তাদের এই আত্মত্যাগের জন্য আমরা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং শ্রদ্ধা। সেই সাথে আজ আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, আপনারা প্রত্যেকেই আপনাদের যাজকের জন্য অন্ততপক্ষে একটি করে প্রণাম মারীয়া প্রার্থনা করবেন। যেন তারা সুন্দরভাবে তাদের এই যাজকীয় সেবাকাজ করতে পারেন।
ক্যাথিড্রাল ধর্মপল্লীর পালকীয় পরিষদের পক্ষ থেকে প্রথমত বিশপ মহোদয়কে ফুলের মালা এবং সকল যাজককে ফুল দিয়ে যাজক দিবসের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার