গত ৩১শে মার্চ পবিত্র পরিবার ধর্মপল্লীতে যুবক-যুবতীদের নিয়ে নির্জনধ্যান ও তপস্যাকালীন আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করা হয় । সকাল ১০:১৫ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে নির্জনধ্যান আরম্ভ করা হয়। রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লী থেকে শ্রদ্ধেয় ফাদার শ্যামল জেমস্ গমেজ, পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমাকে সাহায্য করতে আসেন। এই নির্জন ধ্যানে অংশগ্রহণ করেন শ্রদ্ধেয় ফাদার শ্যামল জেমস্ গমেজ, শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা, সিস্টার শিবলী পিউরীফিকেশন ও  মোট ১৭ জন যুবক-যুবতী।

নির্জন ধ্যান পরিচালক ফাদার শ্যামল গমেজ অপব্যয়ী পুত্রের কাহিনীটির আলোকে তাঁর অনুধ্যানে বলেন– ছেলেটির যখন চেতনা হলো, তখন সে আর দেরী না করে বরং সঙ্গে সঙ্গেই অনুতপ্ত হৃদয়ে তার বাবার কাছে ফিরে আসেন । সন্তান যত অপরাধই করুক না কেন, পিতা কখনও তার স্নেহ ও ভালবাসা থেকে তাদের বঞ্চিত করেন না । ছেলেটির পিতাও তার সন্তানের আসার অপেক্ষায় ছিলেন। ঠিক তেমনি, ঈশ্বরও আমাদের ভালবাসেন ও তিনিও আর সব পিতার মতো তার হারানো সন্তানদের ফিরে পাবার জন্য প্রতীক্ষা করেন। আমরা অনুতপ্ত হৃদয়ে, এই পাপস্বীকার সংস্কারের মধ্য দিয়ে আবার ঈশ্বরের কাছে ফিরে আসি।

ফাদারের সহভাগিতার পর পরই যুবক-যুবতীরা পুনর্মিলন সংস্কার গ্রহণ করে। এরপর অংশগ্রহণকারীদের পক্ষ থেকে সাইমন বিজয় ফাদারদেরকে ধন্যবাদ জানায় এবং অনিমা মারান্ডী শ্রদ্ধেয় ফাদার শ্যামল জেমস্ গমেজকে ফুল ও কার্ডের মধ্য দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এরপর সকলের মাঝে টিফিন ও স্কুলের কাজে ব্যবহারের জন্য খাতা কলম বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : সিস্টার শিবলী পিউরীফিকেশন, এমপিডিএ

Please follow and like us: