জাতীয় যুব দিবস-২০২৩ এর মূলসুর- “মারীয়া উঠে সঙ্গে সঙ্গে যাত্রা করলেন” এই একই মূলসুর নিয়ে গত ৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চাঁদপুকুর ধর্মপল্লীতে মোট ৬৯ জন যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হলো যুব সেমিনার ও প্রায়শ্চিতকালীন নির্জন ধ্যান।

কারণ যুবারা মণ্ডলির প্রাণশক্তি এবং আগামী দিনের নেতৃত্বদানকারী। তাই, যুবাদের নিয়ে চিন্তা সকলেরই। যেন যুবারা সঠিক যত্নের মধ্য দিয়ে বেড়ে উঠতে পারে। পাল-পুরোহিত ফাদার বেলেসারিও সিরো যুবা সেমিনার ও নির্জন ধ্যান উদ্বোধন করেন এবং বলেন, মা-মারীয়া আমাদের জীবনে আদর্শ। আমরা যেন মা-মারীয়ার মত ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে হ্যাঁ বলতে পারি।

উক্ত সেমিনারটি পরিচালনা করেন শ্রদ্ধেয় ফাদার যোয়াকিম রবিন হেম্ব্রম, সহকারি পাল-পুরোহিত, রহনপুর ধর্মপল্লী। মূলসুরের উপর আলোকপাত করতে গিয়ে ফাদার যোয়াকিম হেম্ব্রম বলেন- আমাদের প্রত্যেককেই মা-মারীয়ার মত জীবন সহভাগিতা করতে হবে। নিজের জীবনের ঘটনা অন্যকে জানাতে হবে। আনন্দের ঘটনার পাশা-পাশি জীবনের দুঃখ-দুর্দশা, হতাশা-নিরাশার এবং মন খারাপের কথাও সহভাগিতা করতে হবে। আর এভাবে সহভাগিতার মধ্য দিয়ে বেড়ে উঠলে আমরা সবাই ভালো থাকতে পারবো।

মূলসুরের পাশাপাশি যুব নৈতিকতা ও আধ্যাত্মিকতা, সঞ্চয়ী মনোভাব গঠন, সুশিক্ষা ও ক্যারিয়ার প্লেনিং সম্পর্কে সম্যক জ্ঞান প্রদান করা হয়। পরবর্তীতে গেৎসিমানি বাগানে যিশুর মর্মবেদনা ও আত্মশুদ্ধ ও মন পরিবর্তনের উপর ভিত্তি করে নির্জন ধ্যান পরিচালনা করা হয় এবং পাপস্বীকার ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে ধ্যান সভা শেষ হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল রিবেরু

Please follow and like us: