“পিতার কাছে ফিরে এসো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাধু পিতর ধর্মপল্লীতে ‘১ এপ্রিল’ ২০২৩, যুবক-যুবতীদের প্রায়শ্চিত্তকালীন নির্জন ধ্যান অনুষ্ঠিত হয়েছে। নির্জন ধ্যানের সূচনালগ্নে ৯:৩০ মিনিটে শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর নির্জন ধ্যানের প্রধান বক্তা শুদ্ধেয় ফাদার বিশ্বনাথ মারান্ডী মুলসূরকে কেন্দ্র করে মূল্যবান বক্তব্য উপস্থাপনা করেন। ১১:০০ টায় পাপস্বীকারের পর পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ মারান্ডী। পবিত্র খ্রিস্টযাগের পরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পবা উপজেলার দায়িত্ব প্রাপ্ত পরিচালক স্বপন মন্ডলকে উষ্ণ শুভেচ্ছা দেওয়া হয় এবং তিনি তার বক্তব্যে যুবক-যুবতীদের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারনের জন্য অনুপ্রেরনা মুলক অনুভুতি ব্যক্ত করেন। পরিশেষে, সবার দলীয় ছবি ধারন এবং দুপরের আহার প্রদান করা হয়, যার সার্বিক সহযোগিতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বরেন্দ্রদূত রিপোর্টার : ভুবন স্টেফান কোড়াইয়া

Please follow and like us: