৮ জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৪৮ জন যাজককের অংশগ্রহণে ‘রাজশাহী ধর্মপ্রদেশের যাজকদের সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনার মধ্য দিয়ে সেমিনার শুরু করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় ধর্মপাল জের্ভাস রোজারিও সেমিনারে উদ্বোধন বক্তব্য প্রদান করেন। অতঃপর রাজশাহী ধর্মপ্রদেশের চ্যাঞ্চেলর ফাদার উইলিয়াম মুরমু রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় দিক্-নির্দেশনার উপর সহভাগিতা করেন। এরপর শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও সেমিনারে ‘ধর্মপল্লীর ফলপ্রসূ পালকীয় পরিকল্পনা গ্রহণের পদ্ধতি’ বিষয়ের উপর উপস্থাপনা করেন। সেমিনার শেষে রাজশাহী ধর্মপ্রদেশের উদ্যোগে “রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টান ঋণদান সমবায় সমিতি পরিচালনা ও বিধি-বিধান” ও শ্রদ্ধেয় ফাদার নিখিল এ. গমেজ এর রচিত “যোগাযোগ ও খ্রিস্টিয় নেতৃত্ব” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বিশপ তাঁর সমাপনী বক্তব্যে ধর্মপ্রদেশের সকল যাজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন সারা বছর নিজ নিজ ধর্মপল্লীতে তাদের পালকীয় সেবাকাজের জন্য এবং এ ধারা যেন এ নতুন বছরে ও চলমান থাকে সে আশা ব্যক্ত করেন।
রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো যাজক সেমিনার
Please follow and like us: