“শিশুদের সাথে পথ চলি, প্রভু যিশুর গল্প বলি”এই মূলসুরের আলোকে গত ১৫ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে অতি আনন্দের সাথে দক্ষিণ ভিকারিয়া পর্যায়ে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত শিশুদের সংখ্যা ছিল ১৭৩ জন, শিশুদের এনিমেটর ৩৭, শিশু পরিচালিকা সিস্টার ৬ জন অর্থাৎ সর্বমোট ২০৬ জন।
সকাল ৯.৩০ ঘটিকায়, পুরাতন গির্জার সামনে থেকে শোভাযাত্রা সহযোগে শিশুরা গির্জায় প্রবেশ করে। পবিত্র খ্রিস্টযাগে বাইবেল পাঠ, গান, সেবক, উদ্দেশ্য প্রার্থনা সবকিছুই শিশুরাই করে। পবিত্র শিশুমঙ্গল দিবসে শিশুদের উদ্দেশ্য পবিত্র খ্রিস্টযাগ করেন শ্রদ্ধেয় ফাদার সুশান্ত ডি’ কস্তা । তাঁর সহার্পিত খ্রিস্টযাগে ছিলেন শ্রদ্ধেয় ফাদার লিটন কস্তা, শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ এবং শ্রদ্ধেয় ফাদার শ্যামল গমেজ। শ্রদ্ধেয় ফাদার তার উপদেশবাণীতে বলেন, আজ আমাদের পবিত্র শিশু মঙ্গল দিবসের মূলভাব হলো “শিশুদের সাথে পথ চলি, প্রভু যিশুর গল্প বলি”। আমরা প্রত্যেকেরই শিশুদের মত সুন্দর মন ও সহজ-সরল মন হতে হবে। আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি কারণ আমরা সবাই একসাথে পথ চলতে চাই। একসাথে পথ চলা মানে সকলকেই নিয়ে পথ চলা কাউকে বাদ দিয়ে নয় বরং একটি পরিবারের মত সকলে একসাথে মিলে-মিশে পথ চলা। নিজেদের মধ্যে সুন্দর সর্ম্পক ও পারস্পারিক ভ্রাতৃবোধ থাকা অতি দরকার এবং একসাথে পথ চলার মধ্যে একটি আনন্দ আছে। তোমরা যারা শিশু তোমাদের সাথে আমরাও পথ চলি যাতে তোমাদের সুন্দর একটি ভবিষ্যৎ আমরা দিতে পারি। আমরা যারা উপস্থিত আছি সিস্টারস, এনিমেটর ও অন্যান্য যারা সকলেই তোমাদের কথা চিন্তা করি ও তোমাদেরকে ভালবাসি। কয়েকদিন আগে আমরা পুনরুত্থান দিবস পালন করেছি । যিশু পুনরুত্থান করেছেন কিন্তু শিষ্যদের ছেড়ে তিনি যান নি বার বার তিনি তাদের দেখা দিয়েছেন যাতে শিষ্যেরা বিশ্বাস করতে পারে প্রভু যিশু সত্যিই পুনরুত্থান করেছেন। তেমনি তিনি আমাদের কখনো ছেড়ে যান না। তোমরা শিশু তোমাদের সাথে আমরাও পথ চলছি এবং প্রভু যিশুও তোমাদের সাথে আছেন। আমরা আমাদের সবটুকু দিয়ে তোমাদের সাহায্য করি ও করবো। আজকের এই দিনটা ভাল ও সুন্দর হোক এবং সার্থক হয়ে উঠুক আমাদের পবিত্র শিশু মঙ্গল দিবস।”
খ্রিস্টযাগের পরে শিশুরা পুরাতন গির্জার সামনে থেকে পবিত্র শিশুমঙ্গল দিবসের ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে ধর্মপল্লীর অডিট ভবনে প্রবেশ করে। আনন্দরেলী শেষে সকলে একসাথে টিফিন গ্রহণ করেন। এরপর শিশুদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক কথা বলেন, পালক পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা। তিনি বলেন, প্রত্যেকজনের কাছে রোজারিমালা থাকতে হবে এবং নিয়মিত প্রার্থনা করতে হবে তাহলেই আমরা যিশুর সাথে পথ চলতে পারব। শিশুরা তাদের নিত্যনৈমত্তিক কাজ দ্বারা শিশুদেরকে সাহায্য করে। এভাবেই একজন আরেকজনের সহযোগী হয়ে উঠে।
পরে শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষ হলে শিশুরা দুপুরের আহার বিরতিতে যায়। সব শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ দক্ষিণ ভিকারিয়ার শিশুমঙ্গল দিবস সার্থক করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করে রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ায় পবিত্র শিশুমঙ্গল দিবস সমাপ্তি করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : হৃদয় পিউরীফিকেশন