“শিশুরাই মিলন, অংশগ্রহণ ও প্রেরণের আদর্শ” উক্ত মূলসুরের উপর ভিত্তি করে রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার ৮ টি ধর্মপল্লীর শিশুদের নিয়ে বিগত ১৮ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার ‘যীশু হৃদয় কাথলিক ধর্মপল্লী, বেনীদুয়ারে পবিত্র শিশু মঙ্গল দিবস উদযাপন করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএসের পরিচালক ফাদার পিউস গমেজ এর সহার্পিত পবিত্র খ্রিস্টযাগে  উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, সহকারী পাল-পুরোহিত ফাদার প্যাট্রিক গমেজ, পিএমএসের সদস্য ফাদার লিটন কস্তা ও ফাদার শ্যামল জেমস্ গমেজ।

পবিত্র খ্রিস্টযাগের পর শিশুদের নিয়ে আনন্দ রেলীসহ প্রার্থনা, মাটির কাজ, মা মারীয়া/যিশুর ছবি অংকন, ধর্মীয় গানে নৃত্য, পবিত্র বাইবেল ও ধর্মীয় বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এর সার্বিক সহযোগিতা, জীবনমুখী ও অনুপ্রেরণামূলক সহভাগিতায় শিশুদের উৎসাহ প্রদান করা হয়। এডিপি, ধামইরহাটের ম্যানাজার মি. মানুয়েল হাঁসদা শিশুদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করেন। উক্ত শিশু মঙ্গল দিবসে ১৪৪ জন শিশু, ৩৭ জন শিশু এনিমেটর, ৬ জন সিস্টার এবং ৫ জন ফাদার উপস্থিত ছিলেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার শ্যামল জেমস্ গমেজ

Please follow and like us: