কানুপাড়া গ্রামে মহাসমারোহে পর্ব উদযাপন : গত ২৫ এপ্রিল ২০২৩ কানুপাড়া গ্রামে সাধু মার্ক এর পর্ব অত্যন্ত ভাব গাম্ভির্যপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপন করা হয়। আর এই পর্বের প্রস্তুতি স্বরূপ বিশেষ প্রার্থনা ও নভেনা প্রার্থনা করা হয়। পর্বের দিন সকালে সান্তালী কৃষ্টিতে ফাদার ও ব্রাদারকে বরণ করে নেওয়া হয়। সকাল ১০:১৫ মিনিটে শোভাযাত্রা সহযোগে পবিত্র খ্রিস্টযাগ শুরু করা হয়। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন সহকারী পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরীফিকেশন। এই পবীর্য় খ্রিস্টযাগে প্রায় ২০০ খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
শ্রদ্ধেয় ফাদার তার উপদেশ সহভাগিতায় বলেন, ‘আজ আমরা সাধু মার্ক এর পর্ব পালন করছি। সাধু মার্ক হলেন মঙ্গলসমাচার রয়চিতা তিনি সাধু পিতরের প্রচার সহযাত্রী খ্রিস্টের বাণী প্রচার করেন। তিনি খ্রিস্টের মানে দীক্ষা নিয়ে বিশ্বাসের সাক্ষ্য বহন করেন। আমরা যেন তাঁর আদর্শ অনুসরণ করে নিজেকে মণ্ডলির কাজে নিবেদন করতে পারি।
গ্রামের একজন খ্রিস্টভক্ত বলেন, ‘আজকের এই পর্ব উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আজকে সাধু মার্ক এর পর্বদিনে আমরা সবাই প্রার্থনা করি যেন একজন খ্রিস্টবিশ্বাসী হিসেবে সাধু মার্ক এর আদর্শ অনুসরণ করে ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা নম্রতার সাথে গ্রহণ করি এবং খ্রিস্টের বাণী যেন সকলের মাঝে প্রচার করতে পারি।’ খ্রিস্টযাগের পর সহকারী পাল-পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশন পর্বীয় শুভেচ্ছা জানান এবং এই পর্বীয় খ্রিস্টযাগে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্রাক্-বিবাহ প্রশিক্ষণ : সুরশুনিপাড়া ধর্মপল্লীতে গত ২০-২৪ এপ্রিল প্রাক্ বিবাহ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রায় ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে ফাদার, সিস্টার ও অভিজ্ঞ প্রশিক্ষকগণ পারিবারিক জীবনে প্রার্থনা ও আধ্যাত্মিকতা, বিবাহ একটি ঐশ পরিকল্পনা ও সাক্রামেন্ত ও এর গুরুত্ব, পরিবারে অর্থনৈতিক: বাজেট ও আয়-ব্যয়, সাক্রামেন্ত, সুষ্ঠমনোনয়ন, পরিবার; পিতৃর্ত্ব ও মার্তৃত্ব শিক্ষা ও নৈতিক মূল্যবোধ এর বিষয়ে ক্লাস দেন। এই প্রশিক্ষণের সময় ছেলেমেয়েরা সময় প্রতিদিন খ্রিস্টযাগ, রোজারি প্রার্থনা ও গান ক্লাস প্রার্থনা শিক্ষা ও অংশগ্রহণ করে। প্রশিক্ষণের সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরীফিকেশন। খ্রিস্টযাগের পর প্রশিক্ষনার্থদের সার্টিফিকেট প্রদান করা হয়। পরিশেষে শ্রদ্ধেয় ফাদার প্রশিক্ষনার্থী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন