গত ২৯ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দে ভাটিকান নগরীতে সাধু পিতরের বাসিলিকায় বিভিন্ন দেশ হতে ২৮ জন ডিকন প্রার্থী ডিকন পদে অভিষিক্ত হন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে রাজশাহী ধর্মপ্রদেশের ফৈলজানা সাধু ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লী’র সন্তান ডিকন প্রার্থী লিংকন কস্তাও ডিকন পদে অভিষিক্ত হন। অভিষেক অনুষ্ঠানের পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন মহামান্য কার্ডিনাল Luis Antonio Gokim Tagle। পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের ফাদার-সিস্টার ও অন্যান্য খ্রিস্টভক্তগণ। সেই সাথে বাংলাদেশ থেকে ডিকন লিংকন কস্তার পিতা : মি: মন্টু কস্তা, মাতা: মিসেস দিপালী গনছালবেছ ও কাকা, ফাদার পিউস গমেজসহ রোমে পড়াশুনা ও সেবা দানকারী ফাদার-সিস্টার ও খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
পবিত্র খ্রিস্টযাগের পর বাংলাদেশ থেকে আগত নব অভিষিক্ত ডিকন লিংকন কস্তা’র পরিবার ও আত্মীয়-স্বজন সকলে মিলে পন্টিফিক্যাল ইউনিভার্সিটিতে উর্বানিয়াতে মধ্যাহ্নভোজ গ্রহণ করে। মধ্যাহ্ন ভোজের শেষে ডিকন লিংকনের অভিষেক উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নব অভিষিক্ত ডিকনের পিতা-মাতা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করে এভাবে, আজ আমরা সত্যিই খুব আনন্দিত এই জন্য যে, আমাদের দ্বিতীয় সন্তান ডিকন লিংকন কস্তাকে আমরা ঈশ্বরের হাতে সঁপে দিতে পেরেছি। তার দ্রাক্ষাক্ষেত্রে ঐশ রাজ্য বিস্তারের জন্য কাজ করতে। আমরা প্রার্থনা করি, সে যেন বিশ্বস্তভাবে ঈশ্বরের এই আহ্বানে সাড়া দিয়ে আজীবন মঙ্গলবাণী প্রচারের জন্য কাজ করে যেতে পারেন।
নব অভিষিক্ত ডিকন লিংকন কস্তা তার ডিকন অভিষেক অনুষ্ঠানের আনন্দ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “জীবন আমার দিলেম সঁপে তোমারি চরণে, তোমার বেদীর সেবক রূপে রাখিও স্মরণে” সেই সাথে তিনি সকলের প্রার্থনা আশির্বাদ কামনা করেন যেন তিনি তার এই সেবা দায়িত্ব বিশ্বস্তভাবে পালন করার মধ্যদিয়ে যাজকপদে অভিষিক্ত হয়ে ঐশরাজ্যের বাণী প্রচারের কাজে সুন্দরভাবে আত্মনিয়োগ করে অপরখ্রিস্টের দায়িত্ব পালন করতে পারেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : সি: কমলা রীতা কোড়াইয়া, রোম, ইটালি