গত ২৮ শে এপ্রিল ২০২৩ খ্রিস্টবর্ষ চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো উত্তর ভিকারিয়া মিটিং। উত্তর ভিকারিয়ায় মোট আটটি ধর্মপল্লী রয়েছে। উক্ত মিটিংয়ে বিভিন্ন ধর্মপল্লী থেকে ফাদার, সিস্টার ও ক্যাটিখ্রিষ্ট মাস্টারগণ উপস্থিত ছিলেন। মোট ৬০ জনকে নিয়ে এই মিটিং পরিচালিত হয়। উক্ত মিটিংয়ের সভাপতি ছিলেন ফাদার বেলেসারিও সিরো মন্তোয়া, আহ্বায়ক ছিলেন ফাদার পাত্রাস হেম্ব্রম এবং সেক্রেটারির ভূমিকা পালন করেন ইগ্নাসিউস অনন্ত হেম্ব্রম।
উদ্বোধনী নৃত্য ও ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগতিক ধর্মপল্লী সকলকে স্বাগতম জানায়। পরবর্তীতে একতা ও মিলনের চিহ্ন স্বরূপ আহ্বায়ক ও সভাপতি পুনরুত্থান প্রদ্বীপ থেকে আলো নিয়ে সকলের মোমবাতি আলোকিত করেন। সভাপতি তাঁর স্বাগতিক বক্তব্যে বলেন, আদি মণ্ডলির মত আমাদেরও এক সাথে মিলন ও ভ্রাতৃত্বের বন্ধনে যিশুর বাণী প্রচারে কাজ করে যেতে হবে। তাই সকলকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং খ্রিস্টভক্তদের আত্মিক ও মানবিক কল্যাণে কাজ করে যেতে হবে।
উক্ত মিটিংয়ে মানজি পরিষদ, নতুন ধর্মপ্রদেশের সম্পর্কে মতামত, জমিজমা, বিভিন্ন ফি, মিশ্র বিবাহ, ক্রেডিট ইউনিয়ন, ওয়াইসিএস ও বিসিএসএম এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দুপুরের আহারের মধ্য দিয়ে উক্ত মিটিং সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার বেলেসারিও সিরো মন্তোয়া