গত ৩০ এপ্রিল ২০২৩, রোজ: রবিবার মথুরাপুর সাধ্বী রীতার ধর্মপল্লীতে বিশ্ব আহ্বান দিবস উদযাপন করা হয়। এ দিন সকালে পিতা-মাতা, বয়ষ্ক ও গুরুজনদের জন্য সকাল ৭:০০ টায় এবং ছেলে-মেয়েদের জন্য সকাল ৯:০০ টায় বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার বাপ্পী এনরিকো ক্রুশ। নানা প্রকার জীবনাহ্বান ও ঐশ আহ্বানে সাড়া দানে করণীয় বিষয়াদি সম্পর্কে প্রথম খ্রিস্টযাগে ফাদার বাপ্পী এবং দ্বিতীয় খ্রিস্টযাগে পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী উপদেশ বাণী সহভাগিতা করেন। দ্বিতীয় খ্রিস্টযাগের পর সর্বমোট ১১৮ জন স্কুল ও কলেজ পর্যায়ের ছেলে-মেয়েদের নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফাদার শিশির সকলকে শুভেচ্ছা জানিয়ে সেমিনার উদ্বোধন করেন। সেমিনারের মূলসুর: সিনোডাল মণ্ডলির বাস্তবায়নে খ্রিস্টীয় আহ্বান সম্পর্কে বক্তব্য প্রদান করেন ফাদার বাপ্পী। তিনি তার বক্তব্যে বলেন: ঈশ্বর আমাদের সবাইকে তাঁর কাজের জন্য ডাকেন। অন্তর গভীরে তাই ঈশ্বরের আহ্বান উপলব্ধি করা এবং সেই আহ্বানে সাড়া দান করা আমাদের সকলের কর্তব্য।

সেমিনারে শ্রদ্ধেয়া সিস্টার আসন্তা, এসসি, সিস্টার মেরী যুথিকা, এসএমআরএ এবং ফাদার বাপ্পী নিজ নিজ জীবনাহ্বান সম্পর্কে সহভাগিতা করেন। ভক্তিমূলক নৃত্য, গান, উন্মুক্ত আলোচনা ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সেমিনারের কার্যক্রম সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উত্তম রোজারিও

Please follow and like us: