দীর্ঘ নয়দিন আধ্যাত্নিক প্রস্তুতির পর ১৬ই জানুয়ারি মহাসমারহে পালিত হলো রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থ উৎসব। এই তীর্থ উৎসবে পুরোহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি., বিশপ থিওটনিয়াস গমেজ, সিএসসি, এবং ৩২ জন যাজক, প্রায় ৩৫ জন সিস্টার এবং আনুমানিক ৮ থেকে ৯ হাজার খ্রিস্টভক্তের সমাগমের মাধ্যমে রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থ উৎসব পালন করা হয়। শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও খ্রিস্টযাগের শুরুতেই বলেন, রক্ষাকারিণী মা মারীয়া ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে এই গ্রামবাসীদেরকে রক্ষা করেছিলেন আর আজও তিনি আমাদের বিভিন্ন বিপদ-আপদ থেকে রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তাই তাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অন্যদিকে খ্রিস্টযাগের উপদেশে বিশপ থিওটনিয়াস গমেজ, সিএসসি বলেন, রক্ষাকারিণী মা মারীয়ার প্রতি গভীর বিশ্বাস, ভক্তি, ভালবাসা ও শ্রদ্ধানিবেদনের জন্য আজ আমরা এই তীর্থ উৎসবে সববাই একএে মিলিত হয়েছি তাই আমরা আজ বিশেষ ভাবে প্রার্থনা করি, আমরা যেন প্রত্যেকেই পবিএতার পথে চলতে পারি। তিনি আরো বলেন, মা মারীয়া সর্বদাই তাঁর পুএ যীশুর পাশে ছিলেন এবং যীশুকে রক্ষা করেছিলেন ঠিক একই ভাবে আজও মা মারীয়া আমাদের পাশে আছেন এবং আমাদের সর্বদাই রক্ষা করেছন। তাই আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে মা মারীয়ার নিকট আমাদের হৃদয়ের ভক্তি, বিশ্বাস, প্রার্থনা ও ভালবাসা নিবেদন করা। খ্রিস্টযাগের শেষে বিশপ জের্ভাস রোজারিও, বিশপ থিওটনিয়াস গমেজ, সিএসসি, যাজকগণ মা মারীয়ার মধ্যস্থতায় প্রার্থনা করেন এবং পরে খ্রিস্টভক্তগণ সুশৃঙ্খলভাবে সন্ধ্যা পর্যন্ত মায়ের কাছে নীরবে গভীর ধ্যানে নিজেদের মানত ও প্রার্থনা নিবেদন করেন।
নবাই বটতলাতে রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থ উৎসব
Please follow and like us: