গত ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টবর্ষ, রোজ রবিবার ,বাংলাদেশ অবলেট ডেলিগেশনের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ও পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানানোর দিন। কারণ এই দিনে রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার চাঁদপুকুর ধর্মপল্লীর অন্তর্গত সাব সেন্টার “লক্ষণপুর” আনুষ্ঠানিকভাবে অবলেট সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা হয়।
উক্ত দিনে রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডি.ডি. উপস্থিত ছিলেন এবং তিনি তাঁর বক্তব্যে বলেন “ ভক্তজনগণের আধ্যাত্মিক যত্ন এবং পালকীয় কাজের সুবিধার্থে লক্ষণপুরকে চাঁদপুকুর প্যারিস থেকে আলাদা করে অবলেট সম্প্রদায়ের তত্ত্বাবধানে দেয়া হলো, যেন ভক্তজনগণ আধ্যাত্মিকভাবে আরও বেশি যত্ন পায় এবং একটি আদর্শ খ্রিস্টীয় সমাজ এবং ধর্মপল্লী হিসেবে গড়ে উঠতে পারে।”
নতুন ধর্মপল্লীর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অবলেট ডেলিগেশনের সুপিরিয়র শ্রদ্ধেয় ফা: অজিত ভিক্টর কস্তা,ওএমআই এর প্রতিনিধি হিসেবে শ্রদ্ধেয় ফা: সুবাস কস্তা,ওএমআই, ফা:ভ্যালেন্টাইন তালাং, ওএমআই, ফা: পিউস পডুয়েং, ওএমআই, ফা: প্লাবন রোজারিও,ওএমআই এবং কাটাডাঙ্গা ধর্মপল্লী থেকে ২ জন সিস্টার উপস্থিত ছিলেন।
এছাড়াও চাঁদপুকুর ধর্মপল্লীর শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফা: বেলেসারিও এবং ২ জন সিস্টার উপস্থিত ছিলেন। অবলেট ডেলিগেশনের সুপিরিয়র-এর প্রতিনিধি শ্রদ্ধেয় ফা: সুবাস কস্তা,ওএমআই তার অনুভূতি ব্যক্ত করে বলেন- বাংলাদেশে অবলেট সম্প্রদায়ের আগমনের সুবর্ণজয়ন্তীর এই বছরে লক্ষণপুর ধর্মপল্লীর দায়িত্বগ্রহণ একটি মাইলফলক হয়ে থাকবে। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদেরকে আধ্যাত্মিক সেবাদানের সুযোগ দানের জন্য।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার প্লাবন রোজারিও, ওএমআই