গত ১১ মে ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী সিটি কর্পোরেশন ১৭ নম্বর ওয়ার্ড, বড়বনগ্রাম কুচপাড়ায় প্রতিষ্ঠিত হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী’র আয়োজনে তিন দিনব্যাপি বিজ্ঞানমেলা, বিতর্ক, শিক্ষা, সাংস্কৃতিক, হস্তশিল্প (কারুকলা) প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‘সংস্কৃতি চর্চা ও প্রযুক্তির উদ্ভাবন শুকনো মাটিতে লাঙ্গলের ফলা’ এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে গত ১১-১৩ মে পর্যন্ত এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ’র অধ্যক্ষ, ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি। প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রফেসর জনাব মোঃ আব্দুল খালেক সরকার, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূর ইসলাম, প্রধান প্রকৌশলী, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেইজ পিউরিফিকেশন, সিএসসি।

নার্সারি শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপনায় মোট ৪৩টি প্রজেক্ট, সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৩ টি বিভাগে ৩৯টি বিষয়, কারুকলা প্রদর্শনীতে ৭১টি হাতের কাজ এবং বিতর্ক বিভাগে বারোয়ারি ও সনাতনী উভয়ই প্রদর্শিত হয়। সেই সাথে প্রতিষ্ঠানে অভিভাবকদের ৩টি স্টলসহ হলি ক্রস স্কুলের ১টি এবং নারিন্দা ট্রেড স্কুলের ১টি স্টল বরাদ্ধ আছে।

অনুষ্ঠানসূচির প্রথমেই ছিল জাতীয় সংগীত, প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথি বরণ। এরপর ছিল বক্তব্য পর্ব। শুরুতেই বক্তব্য রাখেন অধ্যক্ষ, বিশেষ অতিথি ও প্রধান অতিথি প্রফেসর জনাব মোঃ আব্দুল খালেক সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের আদ্যোপান্ত: কিভাবে ৫ জন্য শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এবং বর্তমানে বাংলাদেশে শিক্ষায় প্রতিষ্ঠানের বিশেষ অবদান মধ্য দিয়ে প্রকৃত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জ্ঞাপন ও উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। পরে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র আয়োজনে বিজ্ঞানমেলা, বিতর্ক, শিক্ষা, সাংস্কৃতিক, হস্তশিল্প (কারুকলা) প্রতিযোগিতা-২০২৩” শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : হিলারিউস মুরমু

Please follow and like us: