ফৈলজানা ধর্মপল্লীর অন্তর্গত নেংড়ী গ্রামে পবিত্র ক্রুশ সংঘের প্রতিষ্ঠাতা ধন্য বাসিল আন্তনী মেরী মরোর নামে উৎসর্গীকৃত ধন্য বাসিল মরো চ্যাপেল আজ ১৮ই জানুয়ারী, ২০১৯ খ্রিস্টাব্দে সকাল ১০:৩০ মিটিতে উদ্বোধন করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও এই চ্যাপেল উদ্বোধন করেন এবং পবিত্র খ্রিস্টযাগ অর্পণ করেন। তিনি তার উপদেশে বলেন যে, এই পাকা গির্জা ঘরের মত আমাদের বিশ^াসও যেন দৃঢ় ও শক্ত হয়। এই গির্জা যেন সর্বদা ব্যবহৃত হয় ময়লা ও নষ্ট হবে বলে যেন তালা মেরে না রাখা হয় তবেই এই নির্মাণ সার্থক হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র ক্রুশ যাজক সংঘের প্রদেশ পাল ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ, সিএসসি। তিনি তার বক্তব্যে ধন্য বাসিল মরোর জীবনাদর্শ তুলে ধরেন যেন তার আদর্শ অনুসরণ করে সবাই খ্রিস্টের কাছে আসতে পারেন এবং বিশ^াসে অটল থাকতে পারেন। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি, ফাদার হিউবার্ট পালমা, সিএসসি, ফাদার দিলীপ এস. কস্তা, ফাদার প্রদীপ কস্তা, ফাদার বাবলু কোড়াইয়া ও ফাদার গৌরব জি. পাথাং, সিএসসি, এবং সিস্টারগণ সহ প্রায় চার শতাধিক ঐশ জনগণ। খ্রিস্টযাগ শেষে মনোমুগ্ধ কর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অতিথিদের শুভেচ্ছা জানানো হয়।
নেংড়ী গ্রামে ধন্য বাসিল মরো চ্যাপেল উদ্বোধন
Please follow and like us: