সুরশুনিপাড়া ধর্মপল্লীতে ও মফঃস্বল গ্রামে (আদার) মহাসমারোহে বিশ্ব মা দিবস পালন করা হয়। রবিবারসরীয় খ্রিস্টযাগ ও প্রার্থনায় বিশ্বের সকল মায়ের জন্য প্রার্থনা করা হয়। ধর্মপল্লীতে পাল-পুরোহিত ফাদার প্রদীপ কস্তা এবং আদার গ্রামে সহকারী পাল-পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশন পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন।

পুরোহিত ফাদার প্রদীপ কস্তা তার উপদেশে বলেন, ‘আজকের এই বিশেষ দিনে সকল মা-কে শ্রদ্ধাভরা অন্তরে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মায়ের অশেষ ত্যাগের কথা স্মরণ করি। পৃথিবীতে মা সবচেয়ে মধুর একটি শব্দ বা ডাক। আমরা সবাই যেন মা-র প্রতি কৃতজ্ঞ থাকি, মা- কে সম্মান করি।

ফাদার সুরেশ তার উপদেশে বলেন, ‘ আজ বিশ্ব মা দিবস। আজ মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালিত হয়। আজকের দিনে আমরা সকল মায়ের জন‍্য প্রার্থনা করি, বিশেষ করে যারা অবহেলা ও বঞ্চনার স্বীকার তারা যেন ন‍্যায‍্য অধিকার পেতে পারেন।

খ্রিস্টযাগের পর মা-দের ফুল ও গানের মধ‍্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়। স্মৃতি চিহ্ন হিসেবে পবিত্র পরিবারের ছবি প্রদান করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: