দক্ষ মিডিয়াকর্মী তৈরীর লক্ষ্যে রাজশাহী ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ বিষয়ক কমিশনের উদ্যোগে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে গত ১৯-২0 মে ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীর, হোস্টেল ও সেমিনারীতে অধ্যয়নরত যুবক-যুবতীদের নিয়ে ২ দিন ব্যাপী সংবাদ লিখন পদ্ধতি বিষয়ক মিডিয়া সেমিনার অনুষ্ঠিত হয় এবং আগামী ২১ মে, ৫৭তম বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস উদযাপিত হবে ।

উক্ত সেমিনারে ফাদার বাবলু কোড়াইয়া, আহ্বায়ক, সামাজিক যোগাযোগ কমিশন, ফাদার নিখিল এ গমেজ, কো-অর্ডিনেটর, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিস, সিস্টার লায়লী রোজারিও, প্রযোজক, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিস, মি: রিপন টুলেন্টুনু, প্রযোজক, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিস এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ২ জন সিস্টার এবং ৩৮ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

গত ১৯ মে বিকাল ৪:৩০ মিনিট ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী, হোস্টেল ও সেমিনারী থেকে অংশগ্রহণকারীগণ খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে আসতে শুরু করেন। ফাদার বাবলু কোড়াইয়া সকল অংশগ্রহণকারী ভাই-বোনদের সাদর সম্ভাষণ জানান। এরপর সন্ধ্যা ৬:৩০ মিনিটে রোজারীমালা প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করে সেন্ট পিটার্স সেমিনারীর সেমিনারীয়ানগণ। রাতের আহারের পর উদ্বোধনী অনুষ্ঠান এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রাজশাহী ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক এবং খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ফাদার বাবলু কোড়াইয়া বলেন, আমরা চাই আমরা যা করি তা যেন অন্যেরা জানতে পারে। আমরা একসাথে থাকলে এবং বাণী প্রচার করলে দ্রুত প্রসার লাভ করে আমরা যেন একটা নেটওয়ার্ক গঠন করতে পারি। আমাদের অবশ্যই আদর্শবান মিডিয়াকর্মী হতে হবে।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: