ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশন রাজশাহী’র আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ২ দিন ব্যাপী মিডিয়া বিষয়ক কর্মশালার পর আজ ২১ মে বিশ্ব যোগাযোগ দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল ও ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও এবং সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার বাবলু কোড়াইয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাদার বুলবুল আগস্টিন রিবেরু, পরিচালক, খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্র, ঢাকা এবং ফাদার নিখিল এ.গমেজ, কো-অর্ডিনেটর, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ। এছাড়াও বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠান থেকে আগত সিস্টারগণ ও ৭০ জন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী যারা ভবিষ্যতে মিডিয়াতে কাজ করতে আগ্রহী।

পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে বিশ্ব যোগাযোগ দিবসের কার্যক্রম শুরু করা হয়। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। তিনি তাঁর উপদেশে বলেন, সাংবাদিকদেরকে সত্যের বাহক হয়ে উঠার জন্য আহ্বান করেছেন। সেই সাথে তিনি মিডিয়া কর্মীদেরকে আরো বলেন তারা যে সংবাদ প্রকাশ করবেন সেটা যেন হয় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ। মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঝুঁকিপূর্ণ অবস্থানে থেকেও সত্য ও ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য দেশ, সমাজ ও মণ্ডলির জন্য কাজ করে যাচ্ছেন। তাই আপনাদেরকে সাধুবাদ জানাই। আজকের দিনে বিশ্বের সকল সংবাদ, মিডিয়া কর্মী এবং গণমাধ্যম কর্মীদের জন্য প্রার্থনা করি যেন আপনারা নির্ভীকভাবে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে পারেন।

খ্রিস্টযাগের পরে রেলী করা হয়। রেলীতে বিশপ, ফাদার-সিস্টারগণসহ অংশগ্রহণকারী সকল যুবক-যুবতীরা যোগ দেয়।  ‘আমাদের সকল তথ্য, উত্তর হয় যেন সত্য’ সাংবাদিকতার আলো ঘরে ঘরে জ্বালো’ এই স্লোগানের মাধ্যমে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের প্রাঙ্গণ থেকে শুরু করে এয়ারপোর্ড রোড পর্যন্ত প্রদক্ষিণ করে পালকীয় সেবাকেন্দ্রে আবার ফিরে এসে রেলী সমাপ্ত হয়।

সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার বাবলু কোড়াইয়া বলেন, আজ এই বিশ্ব যোগাযোগ দিবসে আমি সকল মিডিয়া কর্মীদেরকে সু-স্বাগতম জানাই। তাদের এই মহান সেবাদায়িত্ব পালন করার জন্য। সংবাদ কর্মীগণ হচ্ছেন সমাজের দর্পণ। তাই যে কোন বিষয়ে সত্যকে উপস্থাপন করা তাদের একটি নৈতিক দায়িত্ব। সেই সাথে এই ৫৭তম বিশ্ব সামাজিক যোগাযোগ দিবসে পোপ মহোদয়ের সাথে একাত্ম হয়ে বলতে চাই, আমরা প্রত্যেকেই যেন সংবাদ তৈরীর ক্ষেত্রে প্রথমে সত্যকে খুঁজি, সত্য ঘটনা উদ্ঘাটনের জন্যে হৃদয় দিয়ে শ্রবণ করি ও অন্তর দিয়ে তা লিপিবদ্ধ করে মানব কল্যাণের উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করি।

পোপ মহোদয়ের বাণীর আলোকে সহভাগিতা করেন ফাদার বুলবুল আগস্টিন রিবেরু। তিনি তার সহভাগিতায় ৫৭তম বিশ্ব যোগাযোগ দিবসের মূলবাণী ‘অন্তর দিয়ে বলা’ ও ভালোবাসায় সত্যনিষ্ঠ হওয়া’র বিষয়ে তার উপস্থাপনা প্রদান করেন। তিনি সকল মিডিয়া ভাই-বোনদের ভালোবাসার মধ্যদিয়ে সত্যের বাণী প্রচার ও প্রকাশের আহ্বান জানান। তিনি আরো বলেন, যোগাযোগ হতে হবে হৃদয় থেকে হৃদয়ের যোগাযোগ: এবং মনে করি যে, ভালো কথা বলার জন্য ভালোবাসাপূর্ণ হৃদয়ই যথেষ্ঠ। তাই, যা কিছুই প্রচার ও প্রকাশ করি, তা যেন হয় সত্য নির্ভর ও ভালোবাসাপূর্ণ।

কর্মশালায় অংশগ্রহণকারী মিসেস কামনা কস্তা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন- ৫৭তম বিশ্ব সামাজিক যোগাযোগ দিবসের যে মূলভাব ‘অন্তর দিয়ে বলা’ তার আলোকে আমি আমার পেশাগত দায়িত্ব থেকে শিশুদের সত্যনিষ্ঠ হওয়ার ও সত্য বলার শিক্ষাদানের মাধ্যমে তাদের গঠনে কাজ করব। আমি অন্তর দিয়ে তাদের কথা শুনব ও বলার মধ্যদিয়ে তাদের সাথে যোগাযোগ সূদৃঢ় করতে কাজ করব।

কর্মশালায় অংশগ্রহণকারী ডানিয়েল লর্ড রোজারিও তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন- আমি অত্যন্ত আনন্দিত। কারণ এখানে এসে আমি সংবাদ লেখা বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করেছি। যা পরবর্তীতে আমাকে সংবাদ লেখার ক্ষেত্রে সাহায্য করবে। সেই সাথে আমি এই সংকল্প করছি যে, ধর্মপল্লীতে ফিরে গিয়ে আমার অর্জিত শিক্ষা অন্যদের মাঝে সহভাগিতার মাধ্যমে ছড়িয়ে দিব এবং ধর্মপল্লীর বিশেষ কার্যক্রমের সংবাদ নিয়মিতভাবে প্রেরণ করব।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার বাবলু কোড়াইয়া

 

Please follow and like us: