গত ২১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, শ্রদ্ধেয় ফাদার দানিয়েল মুরমুকে সাধু পিতরের ধর্মপল্লী মুশরইল থেকে বিদায় শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সে গত ৪ মাস যাবৎ সাধু পিতরের ধর্মপল্লী মুশরইলে সহকারী পাল-পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বর্তমানে সে  রমনার সাধু যোসেফের সেমিনারীর সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পায়। তার  এই নতুন দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারে সেই লক্ষে খ্রিস্টযাগের মধ্য দিয়ে তার জন্য ঈশ্বরের বিশেষ কৃপাশীষ যাচনা করা হয় ।

ফাদার দানিয়েল বিগত দিনগুলিতে  ধর্মপল্লীতে সুন্দরভাবে তার সেবাদায়িত্ব পালন করার জন্য  ধন্যবাদ-কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় । এতে ধর্মপল্লীর  পাল-পুরোহিত ফাদার উইলিয়াম মুরমুসহ খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন।

ধর্মপল্লীর পাল-পুরোহিত ফা. উইলিয়াম মুরমু  বলেন, ফা.দানিয়েল ছিলেন আমার জন্য অনেক বড় সহায়ক। বিশেষ করে আমার অনুপস্থিতিতে সে সকল দায়িত্ব পালন করতেন। তাছাড়া পালকীয় গঠন প্রশিক্ষণ কর্মশালা, বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও সেবাকর্মে সহায়তা প্রদান করতেন।

ফা.দানিয়েল মুর্মু  অনুভূতি ব্যক্ত করে বলেন, এই ধর্মপল্লীর পরিবেশ, ফাদার-সিস্টারসহ, খ্রিস্টভক্তগণ আমার  চলার পথে নানাভাবে  সহায়তা  করেছেন। এখান থেকে চলে যেতে কষ্ট লাগলেও এটি যাজকত্ব জীবনের একটি আহ্বান। এর মধ্য দিয়ে নিশ্চ‌ই কার‌ও উপকার হবে। আমি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল।

বরেন্দ্রদূত রিপোটাৃর : শান্ত টুডু

Please follow and like us: