গত দুইদিন ব্যাপি ২৪ থেকে ২৫ জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দে, মহাসমারহে মথুরাপুর সেন্ট রীটাস হাই স্কুলে অনুষ্ঠিত হলো রজত জয়ন্তী উৎসব। দীর্ঘ ২৫ বছর এই স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা অধ্যয়ণ করে পরিবার, সমাজ, ও দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অনেক অবদান রেখেছে। এই বিদ্যালয়ে শিক্ষা লাভ করেই শিক্ষার্থীরা তাদের জীবনে নৈতিক, মানবিক ও আধ্যাত্নিক গঠণ লাভ করে নিজেরাই সুনাগরিক ও আত্নপ্রত্যয়ী ব্যক্তিরূপে গড়ে উঠছে তাই সেন্ট রীটাস হাই স্কুলের প্রতি রইল রজত জয়ন্তী উপলক্ষ্যে অনেক ভক্তি, শ্রদ্ধা ও ভালবাসা। উদ্বোধণী অনুষ্টানে স্কুলের সভাপতি ও জুবিলী কমিটির প্রধান সমন্বয়কারী ফাদার দিলীপ এস. কস্তা বলেন; জয়ন্তী উৎসব মূলত ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আনন্দের উৎসব। ফাদার বলেন, জয়ন্তী উৎসব হলো পুণর্মিলন ও একতার প্লাটফরমে মিলন মেলায় একটা বড় সুযোগ তাই জুবিলী বা জয়ন্তীতে “দিবে ও নিবে এবং মিলাবে ও মিলিবে”।
এই বিদ্যালয়ের জয়ন্তী উৎসব পুরাতন, নতুন ও বর্তমান সকল শিক্ষার্থীদের মধ্যে একটি নতুন সেতু বন্ধন তৈরী করে দিবে। অন্যদিকে জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেন, আলোকিত মানুষ গড়া ও শিক্ষার আলো বিস্তারে এই বিদ্যালয়টি এই এলাকায় বিশেষ অবদান রাখছে তাই আমি এই মহতী দিনে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। তিনি ছাএ-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, শুধুমাএ জিপিও ৫ পয়েন্ট পেলেই চলবে না বরং ভাল মানুষ হওয়ার জন্য জীবনে ভাল শিক্ষা গ্রহন করতে হবে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও বলেন, সেন্ট রীটাস হাই স্কুল এই এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে তাই আমি স্কুলের পরিচালক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী সকলকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। বিশপ বলেন, চাটমোহর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্টানগুলোর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্টান হিসাবে এই বিদ্যালয়টি পরিগনিত হয়ে আসছে তাই আমি প্রত্যাশা করি, এভাবেই যেন স্কুলটি সমাজে সকলের সামনে স্বগৌরবে মাথা উচু করে দাড়িয়ে থাকে এবং শিক্ষার্থীরা যেন তাদের অন্তরে দয়া, ক্ষমা, নম্রতা ও সততার বীজ বপনে ও বিবেকের গঠনদানে প্রতিনিয়তই অবদান রাখে। এই দুই দিনব্যাপি রজত জয়ন্তী উৎসব উপলক্ষ্যে আয়োজন করা হয় আনন্দ র‌্যালী, সাধ্বী রীটার জীবনি, ডকুমেন্টারী প্রদর্শন, পবিএ খ্রিস্টযাগ, স্মৃতিচারণ, জুবিলীর স্মরণিকা উদ্বোধণ, মধ্যাহৃভোজ, সাংস্কৃতিক অনুষ্টান ও লাকী কুপন ড্র। পরম করুনাময় ঈশ্বরের অশীম কৃপায় সাধ্বী রীটাস হাই স্কুলের রজত জয়ন্তী উৎসব খুব সুন্দর ভাবে উদযাপন করা হলো।

Please follow and like us: