গত ২৭ মে , শনিবার ২০২৩ খ্রিস্টাব্দে ফৈলজানা ধর্মপল্লীতে উদযাপন করা হয় প্রেরিতগণের রাণী মারীয়া সঙ্গিনী সংঘের পর্বদিন। এ পর্বীয় খ্রিস্টযাগে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন।

পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি। ফাদার তার উপদেশ বাণীতে বলেন , “দীর্ঘ সময় থেকে প্রেরিতগণের রাণী মারীয়ার সঙ্গিনী সংঘের সিস্টারগণ এই ধর্মপল্লীতে সেবা দিয়ে যাচ্ছেন। সংঘের এই বিশেষ দিনে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই এখানে সেবাদানরত সিস্টারগণকে। তারা তাদের নিরলস শ্রম দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও পালকীয় সেবা দিয়ে যাচ্ছেন। আজকের দিনে আমরা তাদের জন্য প্রার্থনা করি যেন তারা তাদের সেবাদায়িত্ব সুন্দরভাবে পালন করে যেতে পারেন।”

খ্রিস্টযাগের পর পরই স্কুলের ছাত্র -শিক্ষকের আয়োজনে ক্ষুদ্র পরিসরে সিস্টারদের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় গানের মধ্যে দিয়ে ফুল ও উপহার প্রদান করা হয়।

পর্বদিনের অনুভূতি ব্যক্ত করে সিঃ মেরী রেবা বলেন, আজকের এই বিশেষদিনে খ্রিস্টযাগে আপনারদের অংশগ্রহণে আমরা আনন্দিত। ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং পাল পুরোহিতকে। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন সুস্থ থেকে আমাদের সেবা দায়িত্ব সুন্দরভাবে পালন করে যেতে পারি।

পরিশেষে পাল পুরোহিত সকলকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার : কামনা কস্তা

Please follow and like us: