৩১ শে মে, রোজ- বুধবার, সাধু পৌলের ধর্মপল্লী, কাটাডাঙ্গাতে মা মারীয়ার মাসের শেষ দিন উপলক্ষ্যে এবং মা মারীয়ার প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শানার্থে শোভাযাত্রার মাধ্যমে জপমালা প্রার্থনা করা হয়। খাতিরপুর গ্রাম থেকে শোভাযাত্রা শুরু করে বন্ধুপাড়া এসে শোভাযাত্রা শেষ হয়।

পাল পুরোহিত শ্রদ্ধেয় ফা: রঞ্জিত কস্তা,ওএমআই পবিত্র খ্রিস্টযাগ অর্পণ করেন এবং উপদেশে মা মারীয়ার প্রতি ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধির উপর জোর দেন। মোট ১৫০ জন খ্রিস্টভক্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : প্লাবন রোজারিও

Please follow and like us: