”মেয়েদের আত্মনির্ভরশীল এবং বর্হি:বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে নিজেকে গড়ে তোলা” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে রাজশাহী কলেজ রেঞ্জার ইউনিট ও ইয়েস গার্লস মুভমেন্ট ন্যাশনাল টাস্ক ফোর্স এর উদ্যোগে ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ ( বুধবার) রাজশাহী কলেজের হাজী মহসিন ভবন ১৭ নং গ্যালারী রুমে রেঞ্জার ইউনিটের সদস্যা ও অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেঞ্জার ইউনিটের গাইডার প্রধান ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.রেজিনা আক্তার বানু।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান ও রেঞ্জার ইউনিটের গাইডার ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোজিনা আফরোজ।

প্রধান অথিতির বক্তব্যে অধ্যক্ষ মোহা. খালেক বলেন,” রেঞ্জারদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কর্মসূচির পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা, কুইজ ও অন্যান্য বিষয়ে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নারীর ক্ষমতায়ন, সচেতনতাবৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে।রেঞ্জার সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

তিনি আরো বলেন, ” প্রয়োজনে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার এনে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার করতে হবে।” এসময় তিনি রেঞ্জার সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আশ্বাস দেন।এছাড়াও তিনি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক, শ্রেষ্ঠ রেঞ্জার ও টিমকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও রেঞ্জার সাদিয়া বিনতে সাদিক তার অনুভুতিতে বলেন,”রেঞ্জার ইউনিট থেকে অনেক কিছু শিখেছি, যা আমার জীবনপথে এগিয়ে চলার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে এর গুরুত্ব অপরিসীম। ‘

ফ্যাসিলেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন রেঞ্জার ইশরাত জাহান তামান্না, লামিয়া তাসনিম, জান্নাতুল ফেরদৌস ও সাদিয়া বিনতে সাদিক। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, গত বছরের ন্যায় এবারও রাজশাহী কলেজ রেঞ্জার ইউনিটের সদস্যরা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : মাইকেল টুডু, ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ

Please follow and like us: