আন্ধারকোঠা ধর্মপল্লীর আয়োজনে  ‘ব্রতীয় জীবনাহ্বান ও ক্যারিয়ার গঠন’ মুলসুরকে কেন্দ্র করে ২ জুন ২০২৩ খ্রিস্টাব্দে ৭২ জন যুবক যুবতীদের নিয়ে দিনব্যাপী একটি যুব সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অত্র ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু তার্সিসিউস রোজারিও, ফাদার লিটন কস্তা, ফাদার বিশ্বনাথ মারান্ডী, মিস্টার বিমল কস্তা এবং সিস্টার শিবলী পিউরিফিকেশন সহ আন্ধারকোঠা সেন্ট জেরোজা কনভেন্টের সিস্টারগণ এবং ব্রাদার মিঠুন গমেজ ও ব্রাদার মাইকেল টুডু, সিএসসি।

মিস্টার বিমল কস্তা তার ক্যারিয়ার গঠন সেশনে বলেন‚‘ আমাদের স্বপ্ন হতে হবে অনেক বড়, যেন আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রচুর পরিশ্রম করতে পারি। তিনি আরো সহজ করে বুঝাতে এপিজে আবুল কালামের “ স্বপ্ন এইটা নয় যার জন্য আমাদের ঘুম হয়না, কিন্তু সপ্ন হলো সেটা যা আমাদের ঘুমাতে দেই না” – এ উক্তিটির ব্যবহার করেন।’
ফাদার লিটন কস্তা জীবনাহ্বান সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “আহ্বান শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়. আ= আমি, হ= হলাম, বা= বাণী প্রচারে, ন= নিযুক্ত। তিনি আরও বলেন, আহ্বান খুঁজে বের করার উত্তম স্থান হলো পরিবার।”
এরপর সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন সাধু পিতর সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী । তার খ্রিস্টযাগের মধ্যদিয়ে যুব সেমিনারের সমাপ্তি ঘটে।
বিকেলে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এতেও সবাই প্রানবন্ত অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে এক পর্যায়ে কুইজ প্রতিযোগিতা হয়, বিজয়ীদের পুরস্কার প্রদান করেন ফাদার প্রেমু রোজারিও এবং ফাদার সাগর কোড়াইয়া।
সেমিনারের সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশন এবং পরিচালনায় আন্ধারকোঠা বিসিএসএম এবং ওয়াইসিএস এর সদস্য সদস্যাবৃন্দ।
বরেন্দ্রদূত রিপোর্টার : বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: