গত ৪ জুন ,রোজ – রবিবার, সাধু পৌলের ধর্মপল্লী, কাটাডাঙ্গার অন্তর্গত দেউলিয়া সাব- সেন্টারের প্রতিপালক সাধু ইউজিন ডি’ মাজেনডের পর্বদিন অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালন করা হয়। পর্বীয় খ্রিস্টযাগের পূর্বে ভক্তজনগণ শ্রদ্ধেয় পাল- পুরোহিত ফা: রঞ্জিত কস্তা,ওএমআই, সহকারী পুরোহিত ফা: প্লাবন রোজারিও, ওএমআই এবং দুজন সালেসিয়ান সিস্টারকে কৃষ্টি অনুযায়ী পা ধুঁয়ে এবং মাল্য দিয়ে বরণ করে নেন। উপদেশে শ্রদ্ধেয় ফা: প্লাবন রোজারিও,ও এমআই দেউলিয়া সাব- সেন্টারের প্রতিপালক সাধু ইউজিন ডি’মাজেনডের জীবনের বিভিন্ন অ্যাধ্যাত্মিক গুণাবলী, খ্রিস্টবিশ্বাস এবং বিশ্বব্যাপী বাণীপ্রচারে অবলেট সংঘের বিভিন্ন প্রৈরিতিক দিক সম্পর্কে আলোকপাত করেন। মোট ৫০ জন খ্রিস্টভক্ত পর্বীয় খ্রিস্টযাগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : প্লাবন রোজারিও

Please follow and like us: