তীব্র তাপদাহকে উপেক্ষা করে গত ৫-৬ই জুন দুই দিন ব্যাপী সেন্ট লুইস স্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। উক্তদিনে যথারীতি প্রাত্যহিক সমাবেশ ও অর্ধদিবস শ্রেণি পাঠদানের পর বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপন করার মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবসটি উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া সিস্টার ছন্দা রোজারিও, এমপিডিএ।
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের, এ বছরে মূল প্রতিপাদ্য বিষয় ছিল- প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এবং এ বছরের শ্লোগান ছিল: সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।’’ তাদের সাথে একাত্ত্ব হয়ে, সেন্ট লুইস স্কুলের ছাত্রছাত্রীরা শ্লোগান দিল,‘‘আমাদের চেতনা: যেখানে সেখানে ময়লা ফেলবো না।” অত্র বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দীন মিঠুর নেতৃত্বে স্কুলের সকল ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক একটি রেলী বের করা হয় এবং রেলীটি কয়েকদাঁড়ার বিভিন্ন সড়ক ভ্রমণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ করা হয়। বাদ্যযন্ত্রের তালে তালে স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষা, যত্ন এবং গণ সচেতনতামূলক বিভিন্ন শ্লোগান দিয়ে রেলীতে সবাইকে প্রাণবন্ত করে রাখে ও জনগণকে ও দর্শনার্থীদের সচেতন করার দৃষ্টি আকর্ষণ করে।
তাছাড়া তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন সচেতনতামূলক চিত্র অংকন , পোষ্টার ও ফেস্টুলা তৈরী করেও রেলীতে অংশগ্রহণ করে ও আনন্দ প্রকাশ করে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ছাত্রছাত্রীরা সচেতনতামূলক শ্রেণি ভিত্তিক দেয়ালিকা তৈরী করে ও উপস্থাপন করে।
শেষে শ্রদ্ধেয়া সিস্টার ছন্দা রোজারিও, এমপিডিএ; শিক্ষকমন্ডলি ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান এত গরমের মধ্যেও তারা সুন্দরভাবে ও সুশৃঙ্খলভাবে রেলীটি সমাপ্ত করার জন্য। তিনি আরও বলেন আমাদের এখানেই থেমে থাকতে হবে না, আমরা আজ রেলীতে যে শ্লোগান দিয়েছি তা আমাদের প্রাত্যহিক জীবনেও কাজে লাগাতে হবে ও অন্যদের উৎসাহিত করতে হবে।
অতপর বনবিভাগ থেকে প্রাপ্ত গাছের চারা ছাত্রছাত্রীদের মধ্যে বিতরনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের প্রথম দিনের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিশ্ব পরিবেশ দিবসের দ্বিতীয় দিনে ছাত্রছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করে। ৭ম শ্রেণি থেকে মাহি জানায়, ‘‘ রেলী করে সবাইকে জানাতে পেরেছে যে ‘‘গাছ কাটা যাবে না’’, এতে করে পরিবেশের ক্ষতি হয় ও বায়ুমন্ডল উত্তপ্ত হয় ও এখন আমরা অতি গরমে কষ্ট পাচ্ছি । ঐশরিয়া মীম বলে, ‘‘ তার অনেক ভালো লেগেছে দিনটি। জনগণকে সচেতন করতে পেরেছে রেলীর মাধ্যমে। তাছাড়া বিজ্ঞানীরা বলেছে বায়ু মন্ডল উত্তপ্ত হয়ে মেরু অঞ্চলের বরফ গলে আমাদের নিম্ন- উচ্চ দেশ যেমন ভারত, মায়ানমার, শ্রীলংকা ও বাংলাদেশ একদিন পানির নিচে তলিয়ে যাবে। বন বিভাগ থেকে গাছের চারা উপহার পেয়েও তার অনেক ভালো লেগেছে।” জান্নাত তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানায় “ গাছ কেটে ফেললে আমরা অক্সিজেন পাব না এতে করে আমদের শরীর খারাপ করবে।” নূরআপন চৌধুরী জানায়, ‘‘ রেলীতে শ্লোগান দিয়ে ও বন বিভাগ থেকে গাছ উপহার পেয়ে তার অনেক ভালো লেগেছে। তাছাড়া আয়োজনের দ্বিতীয় দিনে গাছ ও পরিবেশ নিয়ে তার উপস্থাপনা রয়েছে সে জন্য তার অনেক ভালো লেগেছে ও সে আনন্দিত।”
শেষে শ্রদ্ধেয়া সিস্টার ছন্দা রোজারিও, এমপিডিএ; শিক্ষকমন্ডলি ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : সিস্টার শিবলী পিউরীফিকেশন, এমপিডিএ.