জুন ০৯, ২০২৩ খ্রিস্টাব্দ নবাই বটতলা ধর্মপল্লীর উদ্যোগে ‘যিশুর আহ্বান : মিলন, অংশগ্রহণ ও প্রেরণ’- মূলসুরের উপর ভিত্তি করে নবাই বটতলা ধর্মপল্লীতে বিভিন্ন গ্রাম হতে আগত ৬ষ্ঠ শ্রেণী হতে কলেজ-বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত যুবক-যুবতীদের নিয়ে সারাদিনব্যাপী ধর্মপল্লীর পর্যায়ে আহ্বান দিবস উদযাপন করা হয়। এতে ২৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানসূচীতে ছিলো শোভাযাত্রসহ পবিত্র খ্রিস্টযাগ।

খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন নবাই বটতলা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন এবং সহ-পৌরহিত্য করেন সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো, পিমে ও ফাদার নিখিল এন্ড্রু গমেজ, অনলাইন রেডিং ভেরিতাস বাংলাদেশ। ফাদার উপদেশের সময় তুলে ধরেন , যিশু ডাকেন তোমায়-আমায়, জীবন দিতে পরসেবায়। পুরাতন নিয়মে ঈশ্বর মা মারীয়াকে আহ্বান করেন তার পুত্রের মা হবার জন্য। সামুয়েলকে ডাকেন তাঁর কাজের জন্য। প্রবক্তা জেরেমিয়াকে আহ্বান করেন তাঁর দূত হয়ে বাণী ঘোষণার জন্য। ঈশ্বর তার কাজের জন্য দায়ুদকে আহ্বান করেন রাজা হয়ে ইস্রায়েল জাতি সঠিকভাবে পরিচালনা করার জন্য। অন্যদিকে নতুন নিয়মে, যিশু পিতর ও তার ভাই আন্দ্রিয়কে আহ্বান করেন তাঁর সঙ্গে চলার জন্য। মথিকে আহ্বান করেন তাঁর সঙ্গে চলার জন্য। পুনরুত্থিত যিশু সৌলকে আহ্বান করেন তাঁর কাজের জন্য। যিশুর নামে দীক্ষিত হয়ে সৌলের নতুর নাম হয় পৌল। তিনি দেশ হতে দেশান্তরে যিশুর বাণী বয়ে নিয়ে গেছেন।

যিশু আজ আমাকে/তোমাকে ডাকছেন এবং যা বলছেন:
১। আমাকে বিশ্বাস করো, আমার কথা অন্যকে বল কারণ আমি ভালবাসি তোমাকে।
২। নিজেকে নিয়ে অতি ব্যস্ত হয়োনা, এই যে আমি আমার দিকে তাকাও।
৩। বন্ধুদের ভালবাস তাদের সাহায্য করে বিশেষ করে যারা দরিদ্র-অসহায়।
৪। নিয়মিত প্রার্থনা করো ও গীর্জায় যাও যার মধ্য দিয়ে তোমরা আমাকে পাবে।
৫। ভাল পথে চলো এবং সত্য কথা বলো।
৬। প্রতিদিন স্কুল-কলেজের বইয়ের পাশাপাশি পবিত্র গ্রন্থ “বাইবেল” পাঠ করো ।
৭। তুমি আমার কাছের মানুষ, ভালবাসার মানুষ- তাই আমাকে অনুসরণ করো।
৮। সাধু-সাধ্বীদের জীবনী পড়, ধর্মীয় গান শিখ, গান করো, আমার কথা লিখ।
৯। তোমারই পাপের জন্য আমি ক্রুশে আজও ঝুলছি, তুমি কী আমাকে ক্রুশ হতে নামাবে না?
১০। আমি তোমার দিকে তাকিয়ে কাদঁছি, তুমি কী আমার কান্না শুনতে পাও না? আমার কান্না থামাতে তুমি কী চিন্তা করছো?
আমার প্রশ্ন যিশুর কাছে: আমি কী করবো যিশু? উত্তরে যিশু আমাকে বলছেন: তুমি জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে ঘোষণা করো মঙ্গলসমাচার।

মূলসুরের উপর সহভাগিতা করতে গিয়ে ফাদার নিখিল তুলে ধরেন, যিশু আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান করছেন। যিশুর আহ্বান হলো একত্রে পথ চলা। পোপ ফ্রান্সিসের আহ্বানে সাড়া দিয়ে আমরা যেন একসঙ্গে একই মণ্ডলির পথে যাত্রা করি। কেউ আগে নয়, কেউ পিছনে নয়, সকলেই এক সঙ্গে পথ চলা- ভিন্ন ভিন্ন পথে নয়, একই মণ্ডলির পথে চলি। আমরা একসঙ্গে একই পথে পাশাপাশি পথ চ’লে এবং পরস্পরকে সহযোগিতা ও সমর্থন ক’রে যেন একটি সুসংগঠিত ও সমন্বিত খ্রিস্টমণ্ডলি গড়ে তুলতে পারি। ধনী বা গরীব, এটাই হোক আমাদের পথ; আর পদ পদবীর কারণে কেউ যেন বেশি সুবিধা না পায় আবার কেউ যেন বঞ্চিত না হয়। খ্রিস্টমণ্ডলির মিশন বা প্রেরণ দায়িত্বে আমরা সকলেই আহুত। সকলকেই অংশগ্রহণ করতে হবে যার যার অবস্থান থেকে- যখন ও যতটুকু সম্ভব। সিনোডাল চার্চ হলো মিলন, অংশগ্রহণ ও প্রেরণধর্মী। মণ্ডলি যুবাদের আহ্বান জানায় তাদের যৌবনের প্রাণচঞ্চলতা, উদ্যমতা, সৌন্দর্য ও নির্ভীকতার মধ্যদিয়ে মণ্ডলিকে সর্বদা সক্রিয় ও প্রাণবন্ত করে রাখার জন্য। কারণ খ্রিস্টমণ্ডলির মস্তক স্বয়ং যিশু খ্রিস্টই ছিলেন সক্রিয় ও প্রাণবন্ত। তাই, খ্রিস্ট যিশুর আদর্শকে জীবনে গ্রহণ করে যৌবনের তেজদীপ্ত শক্তি সামর্থ্য দিয়ে মণ্ডলিকে আরও বেশি সক্রিয়, অংশগ্রহণকারী ও প্রেরণধর্মী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের

সিস্টার লুসি, এসির উপস্থাপনা ছিল প্রাণবন্ত ও জীবন্ত। তিনি প্রথমে ভিডিও চিত্রের মাধ্যমে সিস্টার অব চ্যারিটি সম্প্রদায়ের ক্যারিজম তুলে ধরেন। তিনি সহভাগিতায় বলেন, আমাদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে ব্রতীয় জীবনে। মণ্ডলি আমার-তোমার দিকে তাকিয়ে আছেন। যিশুর সর্বদা আমাদের আহ্বান করছেন তাঁর কাজের জন্য। এসো যিশুর আহ্বানে সাড়া দিয়ে ধর্মীয় জীবনে প্রবেশ করি এবং যিশুর রাজ্যকে পৃথিবীতে আরও সক্রিয় ও জীবন্ত করে তুলি।

ফাদার আরতুরো স্পেজিয়ালে, পিমে তার আহ্বান জীবন সহভাগিতা করতে গিয়ে বলেন, ছোটকাল থেকেই পিতা-মাতা আমাকে নিয়মিত গীর্জায় নিয়ে যেতেন, প্রার্থনা করাতেন, এমনকি মণ্ডলির বিভিন্ন সেবাকাজে অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা দিতেন। ভাল ও সৎ চিন্তাশীল ব্যক্তি যিশুর আহ্বান বুঝতে পারে। তিনি যুবক-যুবতীদের অনুপ্রেরণা দেন নিয়মিত গির্জা-প্রার্থনায় অংশগ্রহণ করার, ভাল চিন্তা ও কাজ করার। যিশুর ক্রুশের দিকে তাকানো যাতে যিশু আমাকে নিয়ে কী করতে চান তা বুঝতে পারি।

এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে সহভাগিতা করেন মি: সামুয়েল বাস্কে, চেয়ারম্যান, নবাই বটতলা ক্রেডিট ইউনিয়ন এবং মি: কার্লুস মারাণ্ডী, গ্রাম প্রধান ও গীর্জা মাস্টার, নবাই বটতলা। দুপুরের আহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালক-পুরোহিতের ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। .

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন

Please follow and like us: