মুশর‌ইল ধর্মপল্লীর আয়োজনে ৯ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার মহিলাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় অনুশাসন বিষয়ক সেমিনার’। এতে উপস্থিত ছিলেন অত্র ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফা.উইলিয়াম মুর্মু,
ডিকন নরেশ মার্ডী, ধর্মপল্লীর সিস্টারগণ, ব্রাদার  উজ্জ্বল গমেজ এবং ধর্মপলীর বিভিন্ন গ্রাম থেকে আগত ৪৫ জন মহিলা (মা)।
সিস্টার নিয়তি কস্তা তাঁর ‘ শিশুদের শিক্ষায় মায়ের ভূমিকা ‘ সেশনে বলেন, ঈশর আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন 
অনুগ্রহ দান দিয়ে থাকেন তা আমাদেরকে বুঝতে হবে। মায়েদেরকে মণ্ডলির সৌন্দর্যবর্ধনে সর্বদা সচেষ্ট থাকতে হবে, এতে করে  শিশুরাও অনুপ্রাণিত হবে। তাছাড়া শিক্ষার ক্ষেত্রে নিজ নিজ শিশুদেরকে মায়েরা যে শিক্ষা দেন তা বিদ্যালয়ের শিক্ষার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তিনি আরও বলেন, মায়েদের অনুপ্রেরণায় স্ব স্ব পরিবারে রেজারিমালা প্রার্থনার মাধমে সুন্দর এবং সুখী পরিবার এবং মণ্ডলি গঠন করা সম্ভব।
সিস্টার ইমেল্ডা রোজারিও ‘পরিবারে মায়ের স্বাস্থ্য এবং শিশুদের গঠনে মায়ের ভূমিকা’ সম্পর্কে বলেন, পরিবারকে সচল এবং সজীব রাখতে মায়েদেরকে সক্রিয় হওয়া প্রয়োজন । আর এজন্য মায়েদের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি। সুস্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ তিনি বলেন যে, পরিবারে একজন শিশুকে সঠিক শিক্ষায় গঠন করা গেলে সে পরিবার সহজেই উন্নতি লাভ করতে পারবে ।
শ্রদ্ধেয় ফা. উইলিয়াম মুর্মু বলেন, মায়েদেরকে পরিবারে নৈতিক গঠনে এগিয়ে আসতে হবে। খ্রিস্টীয় আদর্শ এবং নৈতিক পথে থাকলে ঈশ্বর আমাদেরকে অনুগ্রহদানে ধন্য করবেন। সন্তানের সুস্থ্য গঠনের জন্য সর্বদা মায়েদেরকে ঈশ্বরের নিকটি প্রার্থনা করতে হবে। ঈশ্বর নিশ্চয় তা পূর্ণ করবেন ।
অতপর, পবিত্র খ্রিস্টযাগ এবং মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : শান্ত টুডু
Please follow and like us: