গত ১৫ জুন, ২০২৩ খ্রিস্টবর্ষ রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হাউজে আনুষ্ঠানিকভাবে PIETA (স্নেহময়ী জননীর কোলে যিশুর মৃতদেহ) এক গ্রটো’র শুভ উদ্বোধন ও আশির্বাদ করা হয়। যাজকবর্গদের নির্জন ধ্যান ও সাক্রামেন্তীয় আরাধনার শেষে পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশ, প্রার্থনা , পবিত্র জল সিঞ্চন ও ফিতা কেটে PIETA (স্নেহময়ী জননীর কোলে যিশুর মৃতদেহ) গ্রটোর শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশপ মহোদয়সহ আরো ৩০ জন যাজক, ৩ জন ডিকন, ৩ জন ব্রাদার ও ৫ জন সিস্টার উপস্থিত ছিলেন।

বিশপ মহোদয় বলেন, একটি বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে PIETA (স্নেহময়ী জননীর কোলে যিশুর মৃতদেহ) স্থাপন করা হয়েছে। যাতে প্রত্যেকে প্রভু যিশুর জীবন সত্য উপলদ্ধি করতে পারেন এবং নিজেদের জীবনে তা বাস্তব করে তুলতে পারেন। প্রতিদিনের চেষ্ঠায় যেন দিনে দিনে তাঁরই মতন হয় উঠতে পারেন।

বিশপ মহোদয় আরো বলেন, PIETA প্রতিকৃতি জগত বিখ্যাত। ঈশ্বরের অনুগ্রহে আমরা মারীয়ার কোলে তাঁর সন্তানের মৃত্যু এই প্রতিকৃতি স্থাপন করতে সক্ষম হয়েছি বলে পিতা ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি। সেই সাথে শোকার্তা মারীয়ার সঙ্গে আমরাও যেন যিশুর জীবন ধ্যান করতে।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু

Please follow and like us: